সাহায্য করছেন মহানুভব নাদাল-জোকোভিচ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন নাদাল ও জোকোভিচ, ছবি: সংগৃহীত

করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন নাদাল ও জোকোভিচ, ছবি: সংগৃহীত

রজার ফেদেরার ও সিমোনা হ্যালেপ সহযোগিতা করছেন নিজ নিজ দেশ সুইজারল্যান্ড ও রোমানিয়ায়। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এবার যোগ দিলেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ।

নাদাল ও তার বন্ধু স্প্যানিশ বাস্কেটবল খেলোয়াড় পাউ গাসোল ১১ মিলিয়ন ইউরোর তহবিল গঠন করতে যাচ্ছেন। এই তহবিল নিয়েই করোনায় আক্রান্ত ১৩ লাখ ৫০ হাজার মানুষের পাশে দাঁড়াবেন তারা। তহবিলে দুজনেই দান করেছেন। এখন অন্যদেরও দান করতে উদ্বুদ্ধ করছেন।

বিজ্ঞাপন

টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা জোকোভিচ ও তার স্ত্রী জেলেনা নিজের দেশ সার্বিয়ার হাসপাতালে দান করতে যাচ্ছেন এক মিলিয়ন ইউরো।

বিজ্ঞাপন