ফ্রেঞ্চ ওপেন পিছিয়ে গেল সেপ্টেম্বরে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম আসর, ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম আসর, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে অনেক আগেই স্থগিত হয়ে গেছে এটিপি (২৭ এপ্রিল পর্যন্ত) ও ডব্লিউটিএ (২ মে পর্যন্ত) ট্যুর। তার ধারাবাহিকতায় এবার পিছিয়ে গেল ফ্রেঞ্চ ওপেনও। বছরের দ্বিতীয় এই টেনিস গ্র্যান্ড স্ল্যাম আসর হবে এখন সেপ্টেম্বর ও অক্টোবরে।

পূর্ব সূচি অনুযায়ী রোলাঁ গারোতে ফরাসি ওপেন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত। এই সূচির বদলে লাল দুর্গের এ আসর এখন শুরু হবে ২০ সেপ্টেম্বর। ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ৪ অক্টোবর।

বিজ্ঞাপন

তার মানে নিউইয়র্কে ইউএস ওপেন শেষ হওয়ার এক সপ্তাহ পর ক্লে কোর্টে গড়াবে ফরাসি ওপেন।