মেক্সিকান ওপেন রাফায়েল নাদালের
রাফায়েল নাদালের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরো একটি পালক। স্প্যানিশ সুপারস্টার চ্যাম্পিয়ন হলেন মেক্সিকান ওপেনে। ক্লে-কোর্টের রাজা ফাইনালে সরাসরি সেটে খুব সহজেই ৬-৩ ও ৬-২ গেমে হারিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে।
অপ্রতিরোধ্য শীর্ষ বাছাই নাদাল পুরো টুর্নামেন্টে কোনো সেটই হারেননি। আকাপুলকোতে শিরোপা জিতলেন বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা এ মেগাস্টার এনিয়ে তৃতীয়বারের মতো। ক্যারিয়ারের ৮৫তম একক শিরোপা। আর নতুন মৌসুমের প্রথম ট্রফি।
২০০৫ ও ২০১৩ সালে নাদাল মেক্সিকান শিরোপা দুটি জিতেন ক্লে-কোর্টে। এবার হ্যাটট্রিকটা তিনি পূর্ণ করলেন হার্ড কোর্টে।
টুর্নামেন্টের মেয়েদের এককের ট্রফি ঘরে তুলেছেন ব্রিটেনের হিদার ওয়াটসন। মেক্সিকান ওপেনের ফাইনালে তিনি ৬-৪, ৬-৭ (৮-১০) ও ৬-১ গেমে হারিয়েছেন কানাডিয়ান প্রতিপক্ষ লেইলাহ ফার্নান্ডেজকে।