ফেড কাপে থামল সেরেনার জয়রথ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সেরেনা হারলেও বাছাই পর্বের বাধা উতড়ে গেছে যুক্তরাষ্ট, ছবি: সংগৃহীত

সেরেনা হারলেও বাছাই পর্বের বাধা উতড়ে গেছে যুক্তরাষ্ট, ছবি: সংগৃহীত

ফেড কাপের এককে টানা ১৪ ম্যাচ অজেয় ছিলেন সেরেনা উইলিয়ামস। জয়ের রেকর্ডটা আর বাড়িয়ে নিতে পারলেন না যুক্তরাষ্ট্রের এ সুপারস্টার। অবশেষে টুর্নামেন্টে থামল তার জয়রথ। ৩৮ বছরের এ টেনিস তারকা হার মানলেন আনাস্তাসিজা সেভাস্তোভার কাছে।

লাটভিয়ান প্রতিপক্ষ সেভাস্তোভা ৭-৬ (৭-৫), ৩-৬ ও ৭-৬ (৭-৪) গেমে হারান ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিককে।

বিজ্ঞাপন

সেরেনা হারলেও হারেনি তার জন্মভূমি। লাটভিয়াকে হারিয়ে ঠিকই এপ্রিলে হতে যাওয়া আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

সেরেনার হার মানার আগে যুক্তরাষ্ট্র ২-০ ব্যবধানেই এগিয়ে ছিল। জেলেনা অস্তাপেনকো অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সোফিয়া কেনিনকে ৬-৩, ২-৬ ও ৬-২ গেমে হারালে সমতায় ফেরে লাটভিয়া। পরে টুর্নামেন্টের ফাইনালসের টিকিট নির্ধারণ হয় দ্বৈত ম্যাচে।

বিজ্ঞাপন

শেষে কেনিন ও বেথানি মাটেক-স্যান্ডস ৬-৪ ও ৬-০ গেমে দ্বৈত ম্যাচ জিতলে ৩-২ ব্যবধানে কোয়ালিফাইং রাউন্ড পেরিয়ে যায় মার্কিন শিবির।

১২ জাতির টুর্নামেন্টের মূল পর্বে যোগ দিবে যুক্তরাষ্ট্র। এপ্রিলে বুডাপেস্টে লড়বে স্পেন, রাশিয়া, জার্মানি, বেলারুশ, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও স্লোভাকিয়া। তাদের সঙ্গে থাকবে অস্ট্রেলিয়া, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র ও আয়োজক হাঙ্গেরি।