অস্ট্রেলিয়ান ওপেন ধরে রাখলেন জোকোভিচ
মেলবোর্নের ফাইনালে নোভাক জোকোভিচই ছিলেন ফেভারিট। অভিজ্ঞতার মিশেলে পারফরম্যান্সটাও দিলেন ফেভারিটের মতোই। পিছিয়ে পড়লেও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখলেন সার্বিয়ান এ সুপারস্টার।
দুরন্ত এ জয়ে জোকোভিচের গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৭ তে। আর মেলবোর্নের এ আসরে চ্যাম্পিয়ন হওয়ার নিজের রেকর্ডটা সাত থেকে আটে বাড়িয়ে নিলেন এ টেনিস মেগাস্টার।
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে ছিলেন ডোমিনিক থিয়েম। দেখে ছিলেন শিরোপা জয়ের স্বপ্ন। কিন্তু জোকোভিচের দৃঢ়তার কাছে ভেঙে যায় অস্ট্রিয়ান এ তারকার স্বপ্নটা।
প্রথম সেট ৬-৪ গেমে জিতে শুরুতেই এগিয়ে যান জোকোভিচ। কিন্তু হেরেই ঘুরে দাঁড়ান থিয়েম। পরের দুই ৬-৪ ও ৬-২ গেমে জিতে নিয়ে ফেলেন লিড। উজ্জ্বল হয়ে উঠে তার শিরোপা জয়ের স্বপ্ন।
কিন্তু বর্ষীয়ান জোকোভিচ হাল ছেড়ে দেননি। শেষের দুই সেট ৬-৩ ও ৬-৪ গেমে জিতে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের শিরোপা নিজের কাছেই রেখে দেন সাবেক এ নাম্বার ওয়ান।
গত বছর জোকোভিচ এ আসরের শিরোপা জিতে ছিলেন রাফায়েল নাদালকে হারিয়ে।