এক ছক্কায় ২৫০ ডলার!

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে ক্রিস লিন ও গ্লেন ম্যাক্সওয়েল

দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে ক্রিস লিন ও গ্লেন ম্যাক্সওয়েল

বাড়ছে অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের পরিধি। নিউ সাউথ ওয়েলসের পর দাবানল ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়। এরইমধ্যে প্রাণ হারিয়েছে প্রায় ৫০ কোটি প্রাণী। ঘরছাড়া হচ্ছে হাজার হাজার মানুষ। এ অবস্থায় দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকারাও দাঁড়ালেন অসহায়দের পাশে।

তারকা ব্যাটসম্যান ক্রিস লিন এগিয়ে এসেছেন সবার আগে। টুইটারে ঘোষণা দিলেন বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে তিনি যত ছক্কা হাঁকাবেন, প্রতিটির জন্য দান করবেন ২৫০ অস্ট্রেলিয়ান ডলার। দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে আছেন বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসের হয়ে খেলা গ্লেন ম্যাক্সওয়েল ও হোবার্ট হ্যারিকেনসের ডার্চি শর্ট।

ক্রিস লিন জানালেন ‘বন্ধুরা, এ বছর বিগ ব্যাশে আমি যত ছক্কা হাঁকাব তার প্রতিটির জন্য ২৫০ ডলার রেডক্রস বুশফায়ার আপিলে দান করব।’ একইভাবে সাড়া দিয়েছেন ম্যাক্সওয়েলও। বিগব্যাশে দুজনই ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন দাপটে। লিন এরইমধ্যে মেরেছেন ১২ ছক্কা। ৯টি ম্যাক্সওয়েলের।

একইভাবে এগিয়ে এসেছেন পার্থ স্কর্চার্সের স্পিনার ফাওয়াদ আহমেদ। এই মৌসুমে প্রতি ছক্কা ও উইকেটের জন্য তিনিও দান করবেন ২৫০ ডলার।

এখানেই শেষ নয়, দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনিতে আগামী ১৩ ও ১৫ মার্চ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের দুটি ওয়ানডে ম্যাচ থেকে সংগ্রহ করা হবে তহবিল।

অস্ট্রেলিয়ায় দাবানলে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৮ জন। এছাড়া পুড়ে গেছে হাজারের বেশি ঘর-বাড়ি।