শেষ আটে জোকোভিচ-আলকারেজ লড়াই

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ

নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ

অস্ট্রেলিয়ান ওপেনের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে লড়বেন টেনিসের দুই তারকা। আগামী মঙ্গলবার কার্লোস আলকারাজের মুখোমুখি ২৪টি গ্রান্ড স্ল্যাম জেতা নোভাক জোকোভিচ।

চেক খেলোয়াড় জিরি লেহেকাকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেন জোকোভিচ। ফলাফল ৬-৩, ৬-৪, ৭-৬ (৪) গেম। অন্যদিকে ওয়াকওভার পেয়ে কোয়ার্টার নিশ্চিত করেন আলকারাজ। জ্যাক ড্রেপার দু’টি সেটের পর ম্যাচ ছেড়ে দিলে কোয়ার্টার ফাইনালে উঠতে অসুবিধা হয়নি আলকারাজের। ম্যাচ শেষ হওয়ার সময় তিনি এগিয়ে ছিলেন ৭-৫, ৬-১ গেমে।

বিজ্ঞাপন

সার্বিয়ান-স্প্যানিশ এই দ্বৈরথের মধ্যে টেনিসে অষ্টমবার এবং গ্র্যান্ড স্লামে চতুর্থবারের মতো সাক্ষাৎ হতে যাচ্ছে। জোকোভিচ ২০২৩ সালের ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন। আর আলকারাজ শেষ দুটি উইম্বলডন জিতেছেন। তাদের শেষ সাক্ষাৎ হয়েছিল রোঁল্যা গারোতে গ্রীষ্মকালীন অলিম্পিক ফাইনালে, যেখানে জোকোভিচ স্বর্ণ পদক জিতেছিলেন।

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচ রেকর্ডভাঙা ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতার স্বপ্ন দেখছেন। আলকারাজ হতে পারেন সবচেয়ে কম বয়সী পুরুষ, যিনি গ্র্যান্ড স্লাম সম্পূর্ণ করবেন।

বিজ্ঞাপন

দীর্ঘকালীন প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি মারের কাছে কোচিং দিয়ে টুর্নামেন্টটি ধীরে শুরু করেছিলেন জোকোভিচ। অপ্রত্যাশিতভাবে নিশেস বাসাভারেডি এবং জাইমে ফারিয়ার বিরুদ্ধে সেট হারান তিনি।