সরাসরি বিশ্বকাপে খেলা কঠিন হয়ে গেল মেয়েদের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এই সিরিজটা মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য। সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে সিরিজটা জেতার স্বপ্ন ছিল নিগার সুলতানা জ্যোতির চোখে। কিন্তু সেই মিশনের শুরুতেই হোঁচট। সিরিজ শুরুর লড়াইয়ে চেনা গেল না বাংলাদেশের মেয়েদের।

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তলানির দিকে থাকা ওয়েস্ট ইন্ডিজের সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ নেই। তারপরও দল হিসেবে তারা যে দুর্দান্ত দেখিয়ে দিল। ৯ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল উইন্ডিজের মেয়েরা।

বিজ্ঞাপন

সোমবার ভোরে সেন্ট কিটসে শেষ হওয়া ম্যাচে বাংলাদেশকে স্বাগতিকরা আটকে রাখে ১৯৮ রানে। এরপর ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ১১০ বল ও ৯ উইকেট হাতে রেখেই।

এই সিরিজে ৩টি ওয়ানডে। যেখানে সরাসরি বিশ্বকাপ খেলতে ২টি জয় চাই বাংলাদেশের। কিন্তু প্রথমেই হেরে লড়াইটা কঠিন করে দিল মেয়েরা। ২০২৫ নারী বিশ্বকাপ সরাসরি জায়গা করে নিতে পরের দুই ওয়ানডেতে উইন্ডিজ মেয়েদের হারাতে হবে বাংলাদেশকে। অবশ্য সমীকরণ বলছে সুযোগ থাকবে একটি ম্যাচ জিতলেও। সিরিজের দ্বিতীয় ওয়ানডে বুধবার।

বিজ্ঞাপন

এদিন ব্যাটারদের ব্যর্থতাতেই সর্বনাশ। ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৯৮ রান। যা তুলতে বেগ পায়নি ক্যারিবীয় মেয়েরা। দুই ওপেনার হিলি ম্যাথুস ও কিয়ানা জোসেপ মিলে তুলেন ১৬৩ রান। কিয়ানা৬ চার ৪ ছক্কায় ৭৯ বলে খেলেন ৭০। অধিনায়ক ম্যাথুস ৯৩ বলে ১০৪ রান।

এর আগে ওপেনার ফারজানা হক ১০ রান করে আউট। তবে ওপেনার মুরশিদা খাতুন ৫৩ বলে ৪০ রান করেন। তিনে নামা শারমিন আক্তার দল ৭০ বলে ৪২ রান তুলে ফেরেন।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ১৯৮/৯ (ফারজানা ১০, মুর্শিদা ৪০, শারমিন ৪২, নিগার ১৪, সোবহানা ৩৫, স্বর্ণা ২৯, রাবেয়া ১, নাহিদা ৯, সুলতানা ২, মারুফা ৫*; ডটিন ১০-০-৪০-৩, ফ্রেজার ৫-০-১৬-০, গ্লাসগো ২-০-৯-০, অ্যালেইন ৫-০-২২-২, ফ্লেচার ১০-১-৩২-১, ম্যাথুস ১০-০-৪১-২, রামহারাক ৮-১-৩৭-০)।

ওয়েস্ট ইন্ডিজ: ৩১.৪ ওভারে ২০১/১ (ম্যাথুস ১০৪*, জোসেফ ৭০, ক্যাম্পবেল ১৪*; মারুফা ৬-১-২০-০, সুলতানা ৪-০-২৯-০, মেঘলা ৩-০-৩৩-০, নাহিদা ৭-০-৪২-০, রাবেয়া ৭.৪-০-৩৮-১, স্বর্ণা ২-০-১৮-০, সোবহানা ২-০-১৭-০)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
ম্যাচসেরা: হিলি ম্যাথুস।