নতুন বছরে নতুন প্রত্যয় সাকিব, মুশফিক-জামাল ভুঁইয়ার

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জামাল ভুঁইয়া

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জামাল ভুঁইয়া

জীবন থেকে হারিয়ে গেল আরও একটা বছর। বিদায় ২০১৯। আজ বুধবার থেকে শুরু টোয়েন্টি টোয়েন্টি! মানে ইংরেজি নতুন বছর, ২০২০!

আন্তর্জাতিক ভাবেই পালিত হচ্ছে ২০২০। নতুন বছরকে স্বাগত জানিয়ে চলছে নানা আয়োজন, শুভেচ্ছা বিনিময়। যা থেকে বাদ থাকছেন না ক্রীড়াঙ্গনের মানুষরাও। নববর্ষে ভক্তদের শুভেচ্ছা জানালেন দেশের তারকা ফুটবলার ও ক্রিকেটাররা।

এই বছরটা যেন সবার ভাল কাটে সেই প্রত্যাশাই থাকল সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর জামাল ভুঁইয়াদের।

সদ্য শেষ বছরের শেষটা ভাল কাটেনি সাকিবের। অক্টোবরে সব ধরনের ক্রিকেটেই নিষিদ্ধ হয়েছেন তিনি। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রাখার মাশুল গুনছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এই নতুন বছরে ফের মাঠে নামার সুযোগ মিলবে। অক্টোবরে দেখা যাবে ক্রিকেটে।

সাকিব নিজের  অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘২০২০ সাল আমাদের জন্য একটা নতুন দশকের সূচনা। বিগত বছরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।’

ভক্তদের শুভেচ্ছা জানালেন মুশফিকও। সাবেক এই অধিনায়ক তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রতিটি সমাপ্তি একটি নতুন সূচনার বার্তা দেয়। আত্মবিশ্বাস আর আত্মপ্রত্যয় দৃঢ় রাখুন, তাহলে সবসময় জয়ের পথেই থাকবেন। সাহস, বিশ্বাস ও কঠোর পরিশ্রম দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন, ইনশাআল্লাহ। আরেকটি বছর ভালোভাবে কাটাতে পেরেছি, আলহামদুলিল্লাহ! নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।’

শুভেচ্ছা জানালেন তামিম ইকবালও। নতুন বছরে ফেসবুকে ইংরেজিতে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার।’

২০২০ সালে বাংলাদেশ ফুটবল দলের সামনে ব্যস্ত সূচি। বঙ্গবন্ধু গোল্ডকাপের লড়াই। রয়েছে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচ। সেই চ্যালেঞ্জে আশাবাদী জামাল ভুঁইয়া। জাতীয় ফুটবল দলের অধিনায়ক নতুন প্রত্যয় নিয়ে শুরু করলেন নতুন বছর।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। সবার কাছে আমার একটা অনুরোধ-ঘরের মাঠে আমাদের সবগুলো ম্যাচ গ্যালারিতে বসে দেখার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমাদের ফুটবলের জন্য ২০১৯ খুবই ভাল ছিল ছিলো। মাঠের খেলায় ইতিবাচক নৈপুন্য দেখিয়েছি আর বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলোতে সামর্থ্যের প্রমাণ দিয়েছি। নতুন বছরে বাছাইপর্বে ঘরের মাঠের ম্যাচগুলোর জন্য আমি অপেক্ষায় আছি। ২০২০ সালের জন্য রোমাঞ্চিত। আমি বিশ্বাস করি- ২০২০ সালটা হবে বাংলাদেশ ফুটবলের বছর।’

জামাল ভুঁইয়ার এমন আত্মবিশ্বাসের জয় হলেই ভাল। ২০২০ তাহলে হয়ে উঠবে ফুটবল জাগরণের বছরও।