বিজয় দিবস কুস্তি শুরু সোমবার
রুপান্তর ও বাজার২৪.কম মহান বিজয় দিবস (পুরুষ ও মহিলা) কুস্তি প্রতিযোগিতা ২০১৯ শুরু হচ্ছে সোমবার (৩০ ডিসেম্বর)।
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রুপান্তর ও বাজার২৪.কমের পৃষ্ঠপোষকতায় দুই দিনের এই প্রতিযোগিতা হবে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে।
এবারের প্রতিযোগিতায় বিভিন্ন সার্ভিসেস দল, ক্লাব ও সংস্থা থেকে পুরুষ ক্যাটাগরিতে ১০টি ও মহিলা ক্যাটাগরিতে ১০টি মোট ২০টি ওজন শ্রেণীতে সর্বমোট ২০০জন খেলোয়াড় অংশ গ্রহণ করছেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, ঢাকা সবুজ ক্লাব, নাজিম উদ্দিন রোড স্পোর্টিং ক্লাব, বিভিন্ন জেলা দল ও সংস্থা।
রোববার (২৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দ্বিতীয় তলায় অবস্থিত ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির অফিস সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ ও সদস্য আব্দুল মোবিন ফাইটার।