তীরন্দাজ সংসদের শ্রেষ্ঠত্বে শেষ জাতীয় আরচারি
তীর ১১তম জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপসে ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে তীরন্দাজ সংসদ। ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক নিয়ে বাংলাদেশ আনসার দ্বিতীয় এবং ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চ্যাম্পিয়নশিপসের শেষ দিনে ৬টি দলগত ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাবকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বিকেএসপি। বাংলাদেশ আনসার ৬-২ সেট পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল পেয়েছে।
রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বিকেএসপি ৫-৩ সেট পয়েন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাবকে পরাজিত করে গোল্ড মেডেল জয় করে। তীরন্দাজ সংসদ ৫-৪ সেট পয়েন্টে ব্রোঞ্জ মেডেল জয় করে।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে তীরন্দাজ সংসদ ৬-০ সেট পয়েন্টে বিকেএসপিকে পরাজিত করে গোল্ড মেডেল জয় করে। বাংলাদেশ আনসার ৬-২ সেট পয়েন্টে টিম ব্লেজার বিডিকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল জয় করে।
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাব ২২২-২২১ স্কোরে বিকেএসপিকে পরাজিত করে গোল্ড মেডেল এবং তীরন্দাজ সংসদ ২৩৩-২২৭ স্কোরে বাংলাদেশ আনসারকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল জয় করে।
কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ ভিডিপি ১৪৮-২০ স্কোরে বিকেএসপিকে পরাজিত করে গোল্ড মেডেল জেতে। আর বিকেএসপি পায় ব্রোঞ্জ মেডেল।
কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ আনসার ১৫০-১৪৯ স্কোরে তীরন্দাজ সংসদকে পরাজিত করে গোল্ড মেডেল এবং বিকেএসপি ১৫২-১৫১ স্কোরে ঢাকা আর্মি আরচারি ক্লাবকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল জয় করে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং ও সেলস) জাফর উদ্দিন সিদ্দিকী, সিনিয়র ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম (অব:)।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী, সহ-সভাপতি আনিসুর রহমান দিপু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রশিদুজ্জামান সেরনিয়াবাত, জাতীয় আরচারি দলের প্রধান প্রশিক্ষক মার্টিন ফ্রেডারিক, সিটি গ্রুপ ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী দলসমূহের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।