গেমসে বাংলাদেশের প্রথম পদক অন্তরার

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বোঞ্জ পদক জিতেছেন হোমায়রা আক্তার অন্তরা

বোঞ্জ পদক জিতেছেন হোমায়রা আক্তার অন্তরা

নেপালের এস এ গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিলেন হোমায়রা আক্তার অন্তরা। মেয়েদের কারাতের কাতা ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি।

সোমবার, ২ ডিসেম্বর মেয়েদের একক কাতায় ৫ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হন অন্তরা। এই ইভেন্টে স্বর্ণ পাকিস্তানের, রৌপ্য নেপালের।

ছেলেদের একক কাতায় চারজন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জিতেছেন হাসান খান।

বিজ্ঞাপন