তাসকিনেও ভাগ্য বদলালো না রাজশাহীর
দুর্বার রাজশাহীর দূর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না। অধিনায়ক বদলেও ভাগ্য বদলালো না রাজশাহীর। বিপিএলে আজ সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের কাছে ১১১ রানের বিশাল ব্যবধানে হেরেছে তাসকিন আহমেদের দল।
চট্টগ্রামের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চিটাগং তুলে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান। এরপর জবাবে নেমে রাজশাহী ১৪.২ ওভার খেলে মাত্র ৮০ রানে অলআউট রাজশাহী।
১৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজশাহী। প্রথম তিন ওভারের প্রতিটিতেই উইকেট হারিয়েছে তারা। প্রথম ওভারেই ৪ রান করে আউট হন জিশান আলম। পরের ওভারে আরাফাত সানির বলে ৯ রান করে সাজঘরে ফেরেন মোহাম্মাদ হারিস। আর তৃতীয় ওভারে শরিফুল ইসলামের বলে বোল্ড হন ইয়াসির আলী রাব্বি। তিন ওভার বিরতি দিয়ে সপ্তম ওভারে খালেদ আহমেদের শিকারে পরিণত হন আকবর আলী। ৪০ রান তুলতেই ৪ উইকেট হারানোর বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি তাসকিনের দল।
ব্যাক্তিগত ২১ রান করে সাবেক অধিনায়ক এনামুল হক বিজয় বিদায় নিলে রাজশাহীর শেষ ভরসাও শেষ হয়ে যায়। এরপর সবাই ছিলেন আশা-যাওয়ার মিছিলে। আর তাতেই মাত্র ৮০ রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস।
এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন। ইনিংসের দ্বিতীয় ওভারে জিশান আলমের বলে ৭ রান করেই সাজঘরে ফেরেন উসমান খান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৮৪ রান আসে নাইম ইসলাম ও টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে। ব্যাক্তিগত ৪৫ রানে দুজনের ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে কাটা পড়েন ক্লার্ক।
নাইম ইসলামও টিকতে পারেননি বেশিক্ষণ। ৪১ বলে ৫৬ রান করে সানজামুল ইসলামের বলে আউট হন তিনি। এরপর অধিনায়ক মিথুন আলীর ৩২ এবং হায়দার আলীর ২৫ রানে ভর করে ১৯১ রানের লড়াকু পুঁজি পায় চিটাগং। অধিনায়কত্ব পাওয়ার দিনে বল হাতে আলো ছড়িয়েছেন তাসকিন। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট ।
টানা দুই ম্যাচ পর জয়ের দেখা পেল চিটাগং আর রাজশাহী হারলো টানা দুই ম্যাচ। চিটাগং ৮ ম্যাচে ১০ ও রাজশাহী ৯ ম্যাচে ৬ পয়েন্ট তুলেছে।