মোশাররফ রুবেলের দুঃসময়ের সঙ্গী ‘ক্রিকেটপ্রেমী’ জসিম
দুজনেই ক্রিকেটের মানুষ। একজন খেলেন। অন্যজন দেখেন, ক্রিকেটকে ভালবাসেন। যিনি খেলেন সেই ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল এখন বড় সঙ্কটে। ব্রেন টিউমারে আক্রান্ত। ব্যয়বহুল চিকিৎসা চলছে তার। এখনো প্রয়োজন অনেক টাকার। মোশাররফ রুবেলের এই কঠিন সময়ে বিসিবি থেকে শুরু করে তার সতীর্থ খেলোয়াড়, সংগঠকরাও এগিয়ে এসেছেন। বসে থাকেননি দেশের অন্যতম ক্রিকেট সুভেনির সংগ্রাহক জসিমও। রুবেলের এই দুঃসময়ের সঙ্গী হয়ে তার কাঁধে হাত রেখেছেন তিনিও।
ক্রিকেট অঙ্গনে তিনি সাধারণত ‘ক্রিকেটপ্রেমী’ জসিম নামে পরিচিত। ফেসবুকে নিজের নামের পাশে এই পদবীই আছে তার। দেশ-বিদেশের ক্রিকেটের বিপুল সংগ্রহশালার মালিক জসিম। সেই ১৯৯৭ সাল থেকেই ক্রিকেট সুভেনি সংগ্রহ করা তার শখ। ক্রিকেটারদের অটোগ্রাফ সম্বলিত ব্যাট-গ্লাভস-উইকেট-জার্সি-বল; কি নেই তার সংগ্রহশালায়!
বিপুল সেই সংগ্রহের ভান্ডার থেকে বিখ্যাত ক্রিকেটারদের অটোগ্রাফ সম্বলিত ১০টি ব্যাট তিনি মোশাররফ রুবেলের হাতে তুলে দিয়েছেন। ঢাকা ক্লাবে এই ব্যাট গুলো নিজেদের সংগ্রহে নিয়েছেন ক্লাবের ক্রিকেটপ্রেমিরা। এই উদ্যোগের মাধ্যমে অর্জিত অর্থ ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেলের চিকিৎসার কাজে লাগবে।
কোন সন্দেহ নেই উদ্যোগটা মহৎ। স্রেফ মানবিক তাগিদেই জসিম ক্রিকেটার মোশাররফ হোসেনের দুঃসময়ে তার পাশে এসে দাড়িয়েছেন। বার্তা২৪.কমকে জসিম বলছিলেন-‘রুবেল ভাই একদিন আমাকে বললো, তোমার কাছে থেকে ক্রিকেটের অনেক সংগ্রহ আছে। আমাকে কয়েকটা দিলে আমার বেশ উপকার হয়। আমি সঙ্গে সঙ্গে রুবেল ভাই’য়ের কথায় রাজি হয়ে যাই। আমার সংগ্রহে থাকা ক্রিকেটারদের অটোগ্রাফসহ সেরা ১০টা ব্যাট তার বাসায় আমি পৌঁছে দেই। আমার সামান্য উদ্যোগ একজন ক্রিকেটারের কাজে লাগবে, তার উপকার হবে-এটা ভাবতেই আমরা বুকটা গর্বে ফুলে উঠছে। পরম করুণাময়ের কাছে এখন আমার প্রার্থনা রুবেল ভাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।’
মতিঝিলের বাসিন্দা জসিম বলছিলেন-‘ক্রিকেট সুভেনির সংগ্রহ করা আমরা শখ। সেই শখের বসে যোগাড় করা আমার সংগ্রহ যদি দেশের কোন ক্রিকেটারের সামান্যতম উপকারেও আসে তাহলে এরচেয়ে খুশি যে আমার আর কিছু হতেই পারে না। এই ক্রিকেটাররা তো আমাদের নায়ক। তারা মাঠে খেলেছেন বলেই তো আজ আমার এই সংগ্রহ। দেশের ক্রিকেট তাদের কাজে ঋণী। তাদের দুঃসময়ে তো আমাদের সবারই পাশে দাড়ানো উচিত।’
জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচে খেলা মোশাররফ হোসেন রুবেলের ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার হয় চলতি বছর মার্চে। তারপর থেকেই চলছে তার কেমোথেরাপি ও রেডিও থেরাপি। সিঙ্গাপুরে তার এই চিকিৎসায় বিপুল টাকা খরচ হচ্ছে। ক্রিকেট দল, বিসিবি ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স তার এই চিকিৎসার বড় একটা অংশের ব্যয়ভার বহন করেছে।