এসএ গেমস

পুরস্কার পাবেন পদক জয়ী অ্যাথলিটরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি

এসএ গেমসে সাফল্য পেলে পুরস্কার পাবেন অ্যাথলিটরা। ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জয়ী ৬ লাখ ও রৌপ্য পদক জয়ী পাবেন ৩ লাখ টাকা। আর ব্রোঞ্জ জিতলে পাবেন এক লাখ টাকা।

দলগত ইভেন্টে পদক বিজয়ীদের জন্যও থাকছে পুরস্কার। স্বর্ণপদক জয়ী অ্যাথলিটরা এক লাখ টাকা, রৌপ্য জয়ীরা ৫০ হাজার টাকা ও ব্রোঞ্জ জয়ীরা পাবেন ৩০ হাজার টাকা করে।

বিজ্ঞাপন

অ্যাথলিটদের উৎসাহ দিতে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি পুরস্কারের এ ঘোষণা দেন।

অ্যাথলিটদের সঙ্গে পুরস্কার পাবে ভালো পারফরম্যান্স করা ফেডারেশন গুলোও।পুরস্কার দেওয়া হবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে।

বিজ্ঞাপন

১৩তম এসএ গেমস ১ ডিসেম্বর শুরু হচ্ছে নেপালের কাঠমান্ডু ও পোখরায়। শেষ হবে ১০ ডিসেম্বর। আসরে ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নেবে লাল-সবুজের প্রতিনিধিরা।