ভলিবলে ভারতের কাছে বাংলাদেশের হার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এসএ গেমস ভলিবলে বাংলাদেশের হার

এসএ গেমস ভলিবলে বাংলাদেশের হার

নেপালে এসএ গেমসের পুরুষ ভলিবলের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে সরাসরি ৩-০ সেটে হার মেনেছে বাংলাদেশ।

ত্রিপুরেশ্বর কাভারড হলে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপে ২৫-১৮, ২৫-১৪ ও ২৫-১৫ পয়েন্টে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

তবে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৩-২ সেটে জিতে ছিল বাংলাদেশ।

শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপাল-ভারত। এ ম্যাচের ফলের ওপর নির্ভর করবে ‘এ’ গ্রুপ থেকে সেমি-ফাইনালে উঠবে কোন দুই দল।

বিজ্ঞাপন

নেপালের কাঠমান্ডু ও পোখরায় এসএ গেমসের মূল আসর শুরু হবে ১ ডিসেম্বর থেকে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।