পুরুষ রিকার্ভে শেষ আটে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রোমান সানা

রোমান সানা

২১তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ পুরুষ বিভাগে ১/৮ খেলার প্রি-কোয়ার্টার ফাইনালে ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে ভিয়েতনামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ।

এছাড়া রিকার্ভ পুরুষ বিভাগে দলগত ইভেন্টের ১/১২ খেলায় বাই পেয়েছে বাংলাদেশ (রুমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল)। তবে ১/৪ খেলার কোয়ার্টার ফাইনালে ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে ওয়ার্ল্ড আরচ্যারি ফেডারেশনের কাছে হার মানে বাংলাদেশ।

বিজ্ঞাপন

রিকার্ভ মহিলা বিভাগে দলগত ইভেন্টে ১/৮ খেলার প্রি-কোয়ার্টার ফাইনালে ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে চাইনিজ তাইপের কাছে হার মেনেছে বাংলাদেশ (মেহনাজ আক্তার মনিরা, বিউটি রায় ও মোসাম্মৎ ইতি খাতুন)।

কম্পাউন্ড পুরুষ বিভাগে দলগত ইভেন্টের ১/৮ খেলার প্রি-কোয়ার্টার ফাইনালে ২৩০-২২৭ স্কোরের ব্যবধানে থাইল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ (অসীম কুমার দাস, মো: সোহেল রানা ও মোহাম্মদ আশিকুজ্জামান)।

বিজ্ঞাপন

কম্পাউন্ড মহিলা বিভাগে দলগত ইভেন্টের ১/৮ খেলার প্রি-কোয়ার্টার ফাইনালে ২১৮-২১৭ স্কোরের ব্যবধানে ফিলিপাইনের কাছে হেরেছে বাংলাদেশ (সুস্মিতা বনিক, বন্যা আক্তার ও শ্যামলী রায়)।