বাংলাদেশ-ভারতের গোলাপি টেস্টের রোমাঞ্চ

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুপুরে শুরু কোহলি-মুমিনুলদের ঐতিহাসিক ডে-নাইট টেস্ট, ছবি: সংগৃহীত

দুপুরে শুরু কোহলি-মুমিনুলদের ঐতিহাসিক ডে-নাইট টেস্ট, ছবি: সংগৃহীত

লাল বলের লড়াই শেষে আজ শুক্রবার, ২২ নভেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ–ভারতের মধ্যকার গোলাপি বলের লড়াই।

কলকাতার ইডেন গার্ডেন্স থেকে দুপুর ১টা ৩০মিনিট থেকে মুমিনুল হক ও বিরাট কোহলিদের মধ্যকার দিবারাত্রির টেস্ট ম্যাচ টিভির পর্দায় সরাসরি উপভোগ করা যাবে।

বিজ্ঞাপন

শনিবার ভোরে থাকছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। আর শনিবার ভোররাত থেকে উপভোগ করা যাবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা।

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আজ রাতে ফের শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের লড়াই। লা লিগায় লেভান্তে ঘরের মাঠে লড়বে মায়োর্কার বিপক্ষে। বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ড আতিথ্য দিবে প্যাডারবর্নকে। আর ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে মোকাবেলা করবে অতিথি লিল।

বিজ্ঞাপন

চলুন তাহলে দেখে নিই শুক্রবার ছুটির দিনে টিভির পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
বাংলাদেশ-ভারত
দ্বিতীয় টেস্ট, প্রথম দিন
সরাসরি দুপুর ১টা ৩০ মিনিট
বিটিভি, গাজী টিভি, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

অস্ট্রেলিয়া-পাকিস্তান
প্রথম টেস্ট, তৃতীয় দিন
সরাসরি শনিবার ভোর ৬টা
সনি সিক্স

নিউজিল্যান্ড-ইংল্যান্ড
প্রথম টেস্ট, তৃতীয় দিন
সরাসরি শনিবার ভোররাত ৪টা
স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

ফুটবল
লা লিগা
লেভান্তে-মায়োর্কা
সরাসরি রাত ২টা
ফেসবুক লাইভ

বুন্দেসলিগা
বরুশিয়া ডর্টমুন্ড-প্যাডারবর্ন
সরাসরি রাত ১টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

ফরাসি লিগ ওয়ান
পিএসজি-লিল
সরাসরি রাত ১টা ৪৫ মিনিট
বেট৩৬৫ লাইভ