শনিবার ফের শুরু অনূর্ধ্ব ২১ হকি ক্যাম্প

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছুটি শেষে ক্যাম্পে ফিরছে অনূর্ধ্ব ২১ হকি দল, ছবি: সংগৃহীত

ছুটি শেষে ক্যাম্পে ফিরছে অনূর্ধ্ব ২১ হকি দল, ছবি: সংগৃহীত

আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ ২০২০ (জুনিয়র বিশ্বকাপ কোয়ালিফায়ার) সামনে রেখে শনিবার, ২৩ নভেম্বর ফের শুরু হচ্ছে অনূর্ধ্ব ২১ হকি দলের ক্যাম্প।

তার আগে ক্যাম্পে বাছাইকৃত ৩৪জন খেলোয়াড় শনিবার দুপুর ৩টায় হেড কোচ মামুন-উর-রশীদ ও সহকারী কোচ আলমগীর আলমের কাছে রিপোর্ট করবেন। রোববার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে দলের অনুশীলন।

বিজ্ঞাপন

ওমান যুব হকি দলের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ১৬ অক্টোবর থেকে ছুটিতে যায় অনুর্ধ্ব ২১ হকি দল।

খেলোয়াড়দের নাম: বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, রাজিব দাস, সিহাব হোসেন, দেবাশীষ কুমার রায়, ওবায়দুল হক জয়, হৃদয় হোসেন, আবেদ উদ্দিন, আল নাহিয়ান শুভ, মেহেদী হাসান, জাহিদ হোসেন, সাবাদুর রহমান মিঠু, রকিবুল হাসান, এসএস মেহরাব হাসান শামিন, মেহেদী হাসান, আমিরুল ইসলাম, নাজমুল হাসান মৃদুল, রকিবুল হাসান, আজিজুল ইসলাম, সজিব হোসেন শিফাত, হৃদয় শেখ, মোহাম্মদ পারভেজ হোসেন, খালেদ মাহমুদ রাকিন, আরশাদ হোসেন, রাজু আহম্মেদ তপু, সারোয়ার মুর্শেদ শাওন, সোহাদুর রহমান, মেহেদি হাসান, আশরাফুল, ফজলে রাব্বি, শফিউল আলম, প্রিন্স লাল সাসন্ত, মোহাম্মদ মাহাবুব হোসেন ও নাঈমউদ্দিন।

বিজ্ঞাপন