ক্রিকেটের সঙ্গে ইউরো ফুটবলের উন্মাদনা
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে (১০৬/৮) ৪১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে আফগানিস্তান (১৪৭/৭)। আজ রোববার, ১৭ নভেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে যেই জিতবে ট্রফি উঠবে তাদের হাতে।
লক্ষ্ণৌ থেকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ ‘নির্ধারণী’ ম্যাচটি টিভিতে সরাসরি সম্প্রচার হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।
ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে ২০২০ ইউরো বাছাই পর্বের লড়াইও। লুক্সেমবার্গ ঘরের মাঠে লড়বে ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে। ইংল্যান্ডকে স্বাগত জানাবে কসোভো।
আর বিশ্বকাপ জয়ী ফ্রান্স সফর করবে আলবেনিয়ার মাঠ। সার্বিয়ার বিপক্ষে লড়বে ইউক্রেন। বুলগেরিয়ার মাঠে খেলবে চেক প্রজাতন্ত্র।
চলুন তাহলে দেখে নিই রোববার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-
ক্রিকেট
আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ
তৃতীয় টি-টোয়েন্টি
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
স্টার স্পোর্টস
ফুটবল
২০২০ ইউরো বাছাই
লুক্সেমবার্গ-পর্তুগাল
সরাসরি রাত ৮টা
সনি লাইভ
সার্বিয়া-ইউক্রেন
সরাসরি রাত ৮টা
সনি টেন ওয়ান
বুলগেরিয়া-চেক প্রজাতন্ত্র
সরাসরি রাত ১১টা
সনি লাইভ
কসোভো-ইংল্যান্ড
সরাসরি রাত ১১টা
সনি টেন টু
আলবেনিয়া-ফ্রান্স
সরাসরি রাত ১টা ৪৫ মিনিট
সনি টেন টু
অ্যান্ডোরা-তুরস্ক
সরাসরি রাত ১টা ৪৫ মিনিট
সনি টেন ওয়ান
মলদোভা-আইসল্যান্ড
সরাসরি রাত ১টা ৪৫ মিনিট
সনি সিক্স