টিভিতে বাংলাদেশ-ভারতের সিরিজ জয়ের লড়াই

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মাদের হারাতে মরিয়া মাহমুদউল্লাহরা, ছবি: সংগৃহীত

রোহিত শর্মাদের হারাতে মরিয়া মাহমুদউল্লাহরা, ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা। আজ রোববার, ১০ নভেম্বর যারাই জিতবে, সিরিজ জয়ের হাসি থাকবে তাদের মুখেই।

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষ আজ ক্যাপ্টেন রোহিত শর্মার শক্তিশালী ভারত। কিন্তু তাতে কী? দিল্লি জয়ের অনুপ্রেরণা নিয়ে শেষটাও জয় দিয়ে রাঙিয়ে নিতে চায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বাহিনী।

বিজ্ঞাপন

রাজকোটের মতো শেষ ম্যাচ জিতে সিরিজ ট্রফি ঘরেই রেখে দিতে চায় ভারত। বিন্দু মাত্র ছাড় দিতে নারাজ স্বাগতিকরা। শেষ হাসিটা কে হাসে সেটাই এখন দেখার পালা। এজন্য সন্ধ্যা সাড়ে ৭টা থেকে টিভির পর্দায় চোখ রাখতে হবে ক্রিকেট প্রেমীদের।

ক্রিকেটের সঙ্গে থাকছে ফুটবল উন্মাদনাও। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আতিথ্য দিবে ব্রাইটনকে। লিগের মহারণে কোচ জুর্গেন ক্লপের ইউরোপ চ্যাম্পিয়ন লিভারপুল ঘরের মাঠ অ্যানফিল্ডে লড়বে কোচ পেপ গার্দিওলার ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

বিজ্ঞাপন

আর ইতালিয়ান সেরি এ তে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস খেলবে এসি মিলানের বিপক্ষে। ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ উপভোগের সুযোগও থাকছে ফুটবল প্রেমীদের জন্য।

চলুন দেখে নিই রোববার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
তৃতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ-ভারত
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
বিটিভি, গাজী টিভি, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানইউ-ব্রাইটন
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি টু

লিভারপুল-ম্যানসিটি
সরাসরি রাত সাড়ে ১০টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ওয়ান

লা লিগা
অ্যাথলেটিক বিলবাও-লেভান্তে
সরাসরি সন্ধ্যা ৭টা
ফেসবুক লাইভ

অ্যাটলেটিকো মাদ্রিদ-এসপানিওল
সরাসরি রাত ৯টা
ফেসবুক লাইভ

ইতালিয়ান সেরি এ
পার্মা-রোমা
সরাসরি রাত ১১টা
সনি টেন টু

জুভেন্টাস-এসি মিলান
সরাসরি রাত ১টা ৪৫ মিনিট
সনি টেন টু

আইএসএল
বেঙ্গালুরু-চেন্নাইয়িন
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস টু এশিয়া