বঙ্গমাতা আন্তর্জাতিক নারী ভলিবল

আফগানদের হারাল বাংলাদেশের মেয়েরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের নারী ভলিবল টিম

জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের নারী ভলিবল টিম

বঙ্গমাতা আন্তর্জাতিক নারী ভলিবলের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা জয় পেয়েছে ৩-০ সেটে। দিনের প্রথম ম্যাচে কিরগিস্তানকে ৩-২ সেটে হারিয়েছে মালদ্বীপ।

শনিবার, ৯ নভেম্বর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তিন সেটেই বাংলাদেশের কাছে পাত্তা পায়নি আফগান মেয়েরা।

বিজ্ঞাপন

প্রথম সেটে বাংলাদেশ জেতে ২৫-৯ পয়েন্টে। সমান ব্যবধানে জেতে দ্বিতীয় সেটেও। তৃতীয় সেটে দেশের মেয়েরা জেতে ২৫-৩ পয়েন্টে। ম্যাচসেরা হন বাংলাদেশের সাবিনা।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ রোববার বিকেল ৩ টায় মালদ্বীপের বিপক্ষে।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসসের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। বাংলাদেশ, আফগানিস্তান, কিরগিস্তান, মালদ্বীপ ও নেপাল নিয়ে হচ্ছে এ টুর্নামেন্ট।