রাতে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টিভিতে ইউরোপ সেরার লড়াই উপভোগ করবেন ফুটবল প্রেমীরা, ছবি: সংগৃহীত

টিভিতে ইউরোপ সেরার লড়াই উপভোগ করবেন ফুটবল প্রেমীরা, ছবি: সংগৃহীত

আজ বুধবার, ৬ নভেম্বর রাত জুড়েই থাকবে ফুটবল উন্মাদনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাড্ডাহাড্ডি লড়াই রাত জেগে উপভোগ করতে পারবেন ফুটবল প্রেমীরা। বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় স্বাগত জানাবে অলিম্পিয়াকোসকে। ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসকে আতিথ্য দিতে যাচ্ছে লোকোমোতিভ মস্কো।

পিএসজি ঘরের মাঠে লড়বে ক্লাব ব্রাগের বিপক্ষে। কোচ জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে খেলবে গ্যালাতাসারের বিপক্ষে। আটালান্টার মাঠ জয় করতে যাবে কোচ পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। রেড স্টার-টটেনহ্যাম এবং বায়ার লেভারকুসেন-অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচও থাকছে ফুটবল প্রেমীদের জন্য।

বিজ্ঞাপন

উয়েফা ইউরোপা লিগের এ সপ্তাহের লড়াইও শুরু হচ্ছে আজ রাতে। প্রথম ম্যাচে স্বাগতিক ভিতোরিয়া গুইমারায়েসকে মোকাবেলা করবে আর্সেনাল।

ক্রীড়া অনুরাগীদের মনে শিহরণ জাগাতে প্রস্তুত ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)।

বিজ্ঞাপন

চলুন দেখে নিই বুধবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
বায়ার্ন মিউনিখ-অলিম্পিয়াকোস
সরাসরি রাত ১১টা ৫৫ মিনিট
বায়ার্ন.টিভি

লোকোমোতিভ মস্কো-জুভেন্টাস
সরাসরি রাত ১১টা ৫৫ মিনিট
সনি টেন টু

পিএসজি-ক্লাব ব্রাগ
সরাসরি রাত ২টা
সনি লাইভ

রিয়াল মাদ্রিদ-গ্যালাতাসারে
সরাসরি রাত ২টা
সনি টেন ওয়ান

রেড স্টার-টটেনহ্যাম
সরাসরি রাত ২টা
সনি ইএসপিএন

আটালান্টা-ম্যানসিটি
সরাসরি রাত ২টা
সনি টেন টু

বায়ার লেভারকুসেন-অ্যাটলেটিকো মাদ্রিদ
সরাসরি রাত ২টা
সনি সিক্স

উয়েফা ইউরোপা লিগ
ভিতোরিয়া গুইমারায়েস-আর্সেনাল
সরাসরি রাত ৯টা ৫০ মিনিট
সনি লাইভ

আইএসএল
হায়দরাবাদ-নর্থইস্ট ইউনাইটেড
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস টু এশিয়া