টিভিতে চ্যাম্পিয়নস লিগের উন্মাদনা
আজ মঙ্গলবার, ৫ নভেম্বর ক্রিকেট প্রেমীদের চোখ থাকবে টিভির পর্দায়। দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে আজ পাকিস্তান। দুপুর ২টা ১০ মিনিটে ম্যাচটি ক্যানবেরা থেকে সরাসরি সম্প্রচার হবে টিভিতে। অবশ্য বৃষ্টিতে পণ্ড হয়েছিল তিন ম্যাচ সিরিজের প্রথমটি।
ক্রিকেটের সঙ্গে থাকছে ফুটবল উন্মাদনাও। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে স্বাগত জানাবে স্লাভিয়াকে। চেলসি আতিথ্য দিবে আয়াক্সকে।
লিভারপুল ঘরের মাঠে লড়বে গেঙ্কের বিপক্ষে। নাপোলি খেলবে সালজবুর্গের বিপক্ষে। ডর্টমুন্ড ও ইন্টার মিলানের ম্যাচও থাকছে ফুটবল প্রেমীদের জন্য।
ক্রীড়া অনুরাগীদের মনে শিহরণ জাগাতে প্রস্তুত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল।
চলুন দেখে নিই মঙ্গলবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-
ক্রিকেট
অস্ট্রেলিয়া-পাকিস্তান
দ্বিতীয় টি-টোয়েন্টি
সরাসরি বেলা ২টা ১০ মিনিট
সনি সিক্স
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
বার্সেলোনা-স্লাভিয়া
সরাসরি রাত ১১টা ৫৫ মিনিট
সনি টেন টু
জেনিত-লিপজিগ
সরাসরি রাত ১১টা ৫৫ মিনিট
সনি ইএসপিএন
চেলসি-আয়াক্স
সরাসরি রাত ২টা
সনি টেন ওয়ান
লিভারপুল-গেঙ্ক
সরাসরি রাত ২টা
সনি টেন টু
নাপোলি-সালজবুর্গ
সরাসরি রাত ২টা
সনি টেন থ্রি
ডর্টমুন্ড-ইন্টার মিলান
সরাসরি রাত ২টা
সনি সিক্স
লিঁও-বেনফিকা
সরাসরি রাত ২টা
সনি ইএসপিএন
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল
নাইজেরিয়া-নেদারল্যান্ডস
সরাসরি বুধবার ভোর ৫টা
সনি টেন টু