টিভিতে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টির রোমাঞ্চ
আজ রোববার, ৩ নভেম্বর ক্রিকেট প্রেমীদের চোখ লেগে থাকবে টিভির পর্দায়। কারণ দিল্লিতে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সিরিজের প্রথম ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে টিভির পর্দায়।
ক্রিকেটের সঙ্গে থাকছে ফুটবল উন্মাদনাও। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেস স্বাগত জানাবে লেস্টার সিটিকে। এভারটন আতিথ্য দিবে টটেনহ্যামকে।
লা লিগায় বিলবাও অতিথি হচ্ছে ভিয়ারিয়ালের মাঠে। সেল্টা ভিগো যাবে গেতাফের মাঠে। ইতালিয়ান সেরি এ তে এসি মিলানের প্রতিপক্ষ আজ লাৎসিও।
ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ উপভোগের সুযোগও থাকছে ফুটবল প্রেমীদের জন্য। ক্রীড়া অনুরাগীদের মনে শিহরণ জাগাতে প্রস্তুত টেনিসের প্যারিস মাস্টার্স।
চলুন দেখে নিই রোববার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-
ক্রিকেট
প্রথম টি-টোয়েন্টি
বাংলাদেশ-ভারত
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
বিটিভি, গাজী টিভি, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ক্রিস্টাল প্যালেস-লেস্টার সিটি
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস সিলেক্ট টু
এভারটন-টটেনহ্যাম
সরাসরি রাত সাড়ে ১0টা
স্টার স্পোর্টস সিলেক্ট টু
লা লিগা
ভিয়ারিয়াল-বিলবাও
সরাসরি সন্ধ্যা ৭টা
ফেসবুক লাইভ
সেল্টা ভিগো-গেতাফে
সরাসরি রাত সাড়ে ১১টা
ফেসবুক
ইতালিয়ান সেরি এ
ফিওরেন্তিনা-পার্মা
সরাসরি রাত ১১টা
সনি টেন টু
এসি মিলান-লাৎসিও
সরাসরি রাত ১টা ৪৫ মিনিট
সনি টেন টু
আইএসএল
জামশেদপুর-বেঙ্গালুরু
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস টু এশিয়া ও স্টার স্পোর্টস এইচডি টু এশিয়া
টেনিস
প্যারিস মাস্টার্স
সরাসরি রাত ৮টা
সনি ইএসপিএন