টিভিতে চট্টগ্রাম আবাহনী-মোহন বাগানের লড়াই

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফুটবল নিয়ে আজ থাকবে দর্শকদের ব্যস্ততা

ফুটবল নিয়ে আজ থাকবে দর্শকদের ব্যস্ততা

আজ শুক্রবার (২৫ অক্টোবর) শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে রয়েছে দুটি ম্যাচ।লাওসের ইয়াং এলিফ্যান্টসের মুখোমুখি মালদ্বীপের টিসি স্পোর্টস। আর স্বাগতিক চট্টগ্রাম আবাহনী খেলবে ভারতের মোহন বাগানের বিপক্ষে।

রাতে রয়েছে ইউরোপিয়ান লিগের বেশ কয়েকটি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে সাউদ্যাম্পটনের মাঠে আতিথ্য নিতে যাচ্ছে লেস্টার সিটি। লা লিগায় ভিয়ারিয়াল নিজেদের মাঠে স্বাগত জানাবে দেপোর্তিভো আলাভেসকে।

বিজ্ঞাপন

ইতালিয়ান সেরি এ তে হেল্লাস ভেরোনা লড়বে সাসুলোর বিপক্ষে। বুন্দেসলিগায় খেলবে মেইঞ্জ ও কোলন। ফরাসি লিগ ওয়ানে নঁতে মুখোমুখি মোনাকোর।

আর ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ উপভোগের সুযোগও থাকছে ফুটবল প্রেমীদের জন্য। ক্রীড়া অনুরাগীদের মনে শিহরণ জাগাতে প্রস্তুত টেনিসের ভিয়েনা ওপেন, বিজয় হাজারে ট্রফির ফাইনাল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই।

বিজ্ঞাপন

চলুন দেখে নিই শুক্রবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ফুটবল
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
ইয়াং এলিফ্যান্টস-টিসি স্পোর্টস
সরাসরি বিকেল ৪টা
বাংলা টিভি

চট্টগ্রাম আবাহনী-মোহন বাগান
সরাসরি সন্ধ্যা ৭টা
বাংলা টিভি

ইংলিশ প্রিমিয়ার লিগ
সাউদ্যাম্পটন-লেস্টার সিটি
সরাসরি রাত ১টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ওয়ান

লা লিগা
ভিয়ারিয়াল-দেপোর্তিভো আলাভেস
সরাসরি রাত ১টা
ফেসবুক

ইতালিয়ান সেরি এ
হেল্লাস ভেরোনা-সাসুলো
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ

বুন্দেসলিগা
মেইঞ্জ-কোলন
সরাসরি রাত সাড়ে ১২টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি টু

ফরাসি লিগ ওয়ান
নঁতে-মোনাকো
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
বেট৩৬৫ লাইভ

আইএসএল
কলকাতা-হায়দরাবাদ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস টু এশিয়া ও স্টার স্পোর্টস এইচডি টু এশিয়া

ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই
পাপুয়া নিউগিনি-সিঙ্গাপুর
সরাসরি দুপুর ১২টা
স্টার স্পোর্টস থ্রি

কেনিয়া-নামিবিয়া
সরাসরি বিকেল ৪টা ১০ মিনিট
স্টার স্পোর্টস থ্রি

ওমান-কানাডা
সরাসরি রাত সাড়ে ৯টা
স্টার স্পোর্টস থ্রি

বিজয় হাজারে ট্রফি
ফাইনাল
কর্ণাটক-তামিলনাড়ু
সরাসরি সকাল সাড়ে ৯টা
স্টার স্পোর্টস টু

টেনিস
ভিয়েনা ওপেন
সরাসরি সন্ধ্যা ৬টা
সনি ইএসপিএন