রাতে ম্যানইউ-লিভারপুল মহারণ

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে ম্যানইউ ও লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে ম্যানইউ ও লিভারপুল

আজ রোববার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে ভারতের মোহন বাগান লড়বে লাওসের ইয়াং এলিফ্যান্টের বিপক্ষে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম থেকে জমজমাট ম্যাচটি সরাসরি টিভির পর্দায় উপভোগ করা যাবে সন্ধ্যা ৭টা থেকে।

রাতে রয়েছে ইউরোপিয়ান লিগ ফুটবলের ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্বাগত জানাবে কোচ জুর্গেন ক্লপের লিভারপুলকে।  লা লিগায় এসপানিওলের মুখোমুখি ভিয়ারিয়াল।  অ্যাথলেটিক বিলবাও খেলবে রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে।  আছে সেভিয়া-লেভান্তে লড়াই।  

ইতালিয়ান সেরি এ তে সাসুলোকে মোকাবেলা করবে ইন্টার মিলান। এসি মিলান খেলবে লেসির বিপক্ষে।  ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ উপভোগের সুযোগও থাকছে ফুটবল প্রেমীদের জন্য।  

রোহিত শর্মা (১১৭ ব্যাটি) ও আজিঙ্কা রাহানের (৮৩ ব্যাটিং) ব্যাটিং দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচি টেস্টের প্রথম দিনে ৩ উইকেটে ২২৪ রান সংগ্রহ করেছে ভারত।  তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে সকাল ১০টায়।  

ক্রীড়া অনুরাগীদের জন্য প্রস্তুত ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টন ওপেন ও রাগবি বিশ্বকাপ। প্রো-কাবাডি লিগের ফাইনালের হাইলাইটস দর্শকরা টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

চলুন দেখে নেই রোববার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ফুটবল
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
মোহন বাগান-ইয়াং এলিফ্যান্ট
সরাসরি সন্ধ্যা ৭টা
বাংলা টিভি

ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানইউ-লিভারপুল
সরাসরি রাত সাড়ে ৯টা
স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

লা লিগা
আলাভেস-সেল্টা ভিগো
সরাসরি বিকেল ৪টা
ফেসবুক লাইভ

রিয়াল সোসিয়েদাদ-রিয়াল বেটিস
সরাসরি সন্ধ্যা ৬টা
ফেসবুক লাইভ

এসপানিওল-ভিয়ারিয়াল
সরাসরি সরাসরি ৮টা
ফেসবুক লাইভ

অ্যাথলেটিক বিলবাও-রিয়াল ভ্যালাদোলিদ
সরাসরি রাত সাড়ে ১০টা
ফেসবুক লাইভ

সেভিয়া-লেভান্তে
সরাসরি রাত ১টা
ফেসবুক লাইভ

ইতালিয়ান সেরি এ
সাসুলো-ইন্টার মিলান
সরাসরি বিকেল সাড়ে ৪টা
সেরি এ পাস লাইভ

সাম্পোদরিয়া-রোমা
সরাসরি সন্ধ্যা ৭টা
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ

উদিনেস-তুরিনো
সরাসরি সন্ধ্যা ৭টা
সনি ইএসপিএন, সনি ইএসপিএন এইচডি ও সনি লাইভ

পার্মা-জেনোয়া
সরাসরি রাত ১০টা
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ

এসি মিলান-লেসি
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ

ফরাসি লিগ ওয়ান
মোনাকো-রেঁনে
সরাসরি রাত ৯টা
বেট৩৬৫ লাইভ

বোর্দো-সেন্ট এতিয়েন্নে
সরাসরি সন্ধ্যা ৭টা
বেট৩৬৫ লাইভ

অলিম্পিক মার্সেই-স্ট্রাসবুর্গ
সরাসরি রাত ১টা
বেট৩৬৫ লাইভ

বুন্দেসলিগা
কোলন-প্যাডারবোর্ন
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি টু

হোফেনহেইম-শালকে
সরাসরি রাত ১০টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি টু

আইএসএল
কেরালা-এটিকে
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান এশিয়া ও স্টার স্পোর্টস এইচডি ওয়ান এশিয়া

ক্রিকেট
ভারত-দক্ষিণ আফ্রিকা
তৃতীয় টেস্ট, দ্বিতীয় দিন
সরাসরি সকাল ১০টা
স্টার স্পোর্টস ওয়ান

ব্যাডমিন্টন
ডেনমার্ক ওপেন
সরাসরি দুপুর ১টা
সরাসরি স্টার স্পোর্টস টু

কাবাডি
প্রো-কাবাডি লিগ
ফাইনাল
হাইলাইটস রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান

রাগবি বিশ্বকাপ
কোয়ার্টার ফাইনাল
ওয়েলস-ফ্রান্স
সরাসরি দুপুর ১টা ১৫ মিনিট
সনি টেন টু

জাপান-দক্ষিণ আফ্রিকা
সরাসরি বিকেল ৪টা ১৫ মিনিট
সনি টেন টু