হকি টেস্ট সিরিজ ৩-১ এ জিতল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হকি সিরিজ আগেই জিতে নিয়েছে বাংলাদেশ, ছবি:

হকি সিরিজ আগেই জিতে নিয়েছে বাংলাদেশ, ছবি:

ওয়ালটন অনূর্ধ্ব ২১ টেস্ট হকি সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে পঞ্চম ও শেষ ম্যাচে ওমানের কাছে ৪-৩ গোলে হার মেনেছে লাল-সবুজের প্রতিনিধিরা। পাঁচ ম্যাচের এ হকি সিরিজের দ্বিতীয় ম্যাচ রয়ে যায় অমীমাংসিত।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয় কোয়ার্টারেও ছিল জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক রাশেদ আল ফাজারির গোলে লিড নেয় ওমান।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে সমতার স্বস্তি এনে দেন আশরাফুল ইসলাম। ৩৪ মিনিটে অধিনায়ক মাহবুব হোসেনের ফিল্ড গোলে এবার এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৪০ মিনিটে আকরাম বাইত শামাইয়ার পেনাল্টি স্ট্রোকে ম্যাচে ২-২ গোলে সমতায় ফেরে ওমান।

৪৯ মিনিটে আদনান আল হাসানির ফিল্ড গোলে ফের এগিয়ে যায় ওমান। ৫৫ মিনিটে হুসেন বাইত ফারাজের ফিল্ড গোলে ৪-২ এর লিড নেয় সফরকারীরা।

বিজ্ঞাপন

৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল আরেকটি গোল করলেও শেষ পর্যন্ত ৪-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।

প্রতি ম্যাচে অধিনায়ক পরিবর্তনের ধারাবাহিকতায় শেষ ম্যাচে বাংলাদেশের আর্মব্যান্ড পড়েন মাহবুব হোসেন।

ম্যাচ শেষে ২০২০ সালে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপকে সামনে রেখে বিদেশী দলগুলোর সঙ্গে আরো বেশি প্রস্তুতি সিরিজ খেলার তাগিদ দেন বাংলাদেশ অনূর্ধ্ব ২১ দলের কোচ মামুন উর রশীদ।

সিরিজ ফল :
০৮ অক্টোবর - বাংলাদেশ ৫-১ ওমান
০৯ অক্টোবর - বাংলাদেশ ২-২ ওমান
১১ অক্টোবর - বাংলাদেশ ২-০ ওমান
১২ অক্টোবর - বাংলাদেশ ৪-১ ওমান
১৫ অক্টোবর - বাংলাদেশ ৩-৪ ওমান