টিভিতে দেখুন বাংলাদেশ-ভারত ফুটবল রোমাঞ্চ

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারত চ্যালেঞ্জে প্রস্তুত বাংলাদেশ দল

ভারত চ্যালেঞ্জে প্রস্তুত বাংলাদেশ দল

বিশ্বকাপ বাছাইয়ে আজ মঙ্গলবার ভারতকে হারাতে চায় বাংলাদেশ। আগের ম্যাচে কাতারের কাছে 0-২ গোলের হারের ক্ষতটা শুকিয়ে নিতে চায় জামাল ভূঁইয়ারা।

ভারত থেকে জমজমাট ম্যাচটি টিভিতে সরাসরি সম্প্রচার হবে রাত ৮টা থেকে।

রাতে রয়েছে ইউরো বাছাই পর্বে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচও। ইতালিকে আতিথ্য দিতে যাচ্ছে লিখটেনস্টেইন। স্পেন যাচ্ছে সুইডেনের মাঠ সফরে। গ্রিস মাঠে নামবে বসনিয়ার বিপক্ষে। আছে সুইজারল্যান্ড–আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচও।

এছাড়া আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ডেনমার্ক খেলবে লুক্সেমবার্গের বিপক্ষে।

ইউরো বাছাই পর্বের লড়াই দর্শকরা বেশ আয়েশ করেই টিভিতে সরাসরি উপভোগ করতে পারবেন রাত ১0টা থেকে ৩টার মধ্যে।
 
ক্রীড়া অনুরাগীদের জন্য প্রস্তুত ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টন ওপেন। প্রো-কাবাডি লিগের প্লে-অফের হাইলাইটস দর্শকরা টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

চলুন দেখে নেই মঙ্গলবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ফুটবল
বিশ্বকাপ বাছাই
ভারত-বাংলাদেশ
সরাসরি রাত ৮টা
বাংলা টিভি, স্টার স্পোর্টস ওয়ান এশিয়া ও স্টার স্পোর্টস ওয়ান এশিয়া টু

উয়েফা ইউরো বাছাই
ফিনল্যান্ড-আর্মেনিয়া
সরাসরি রাত ১0টা
সনি লাইভ ও সনি টেন টু

লিখটেনস্টেইন-ইতালি
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি লাইভ ও সনি টেন ওয়ান

সুইডেন-স্পেন
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি লাইভ ও সনি টেন টু

গ্রিস-বসনিয়া
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি লাইভ ও সনি ইএসপিএন

রোমানিয়া-নরওয়ে
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি লাইভ

সুইজারল্যান্ড-আয়ারল্যান্ড
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি লাইভ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
ডেনমার্ক-লুক্সেমবার্গ
সরাসরি রাত ১১টা
সনি সিক্স

ব্যাডমিন্টন
ডেনমার্ক ওপেন
সরাসরি দুপুর ১টা
সরাসরি স্টার স্পোর্টস টু

কাবাডি
প্রো-কাবাডি লিগ
প্লে-অফ
হাইলাইটস রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান