মেয়েদের ম্যারাথনে ব্রিগিডের নতুন বিশ্বরেকর্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেয়েদের ম্যারাথনে ব্রিগিড কসগেইয়ের নতুন বিশ্বরেকর্ড, ছবি: সংগৃহীত

মেয়েদের ম্যারাথনে ব্রিগিড কসগেইয়ের নতুন বিশ্বরেকর্ড, ছবি: সংগৃহীত

মেয়েদের ম্যারাথনে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন কেনিয়ার ব্রিগিড কসগেই। ১৬ বছর আগে করা পাউলা র‌্যাডক্লিফের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন তিনি। সুবাদে শিকাগো ম্যারাথনের পদক ধরে রেখেছেন ব্রিগিড।

শিকাগো ম্যারাথনে রেকর্ড ভাঙতে ২৫ বছরের এ অ্যাথলিট দৌড় শেষ করতে সময় নিয়েছেন দুই ঘন্টা ১৪ মিনিট ৪ সেকেন্ড।

বিজ্ঞাপন

২০০৩ সালে লন্ডন ম্যারাথনে ব্রিটেনের র‌্যাডক্লিফ আগের রেকর্ডটা করে ছিলেন ২ ঘন্টা ১৫ মিনিট ২৫ সেকেন্ডে।

শিকাগোতে ব্রিগিডের চেয়ে ছয় মিনিট ৪৭ সেকেন্ডে পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আবাবেল ইয়েশানেহ। তার স্বদেশী গেলেতে বুর্কা তৃতীয় হয়েছেন ২ ঘন্টা ২০ মিনিট ৫১ সেকেন্ডের টাইমিং করে।

বিজ্ঞাপন