মাশরাফির বাবাকে ঢাকায় আনা হচ্ছে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নড়াইল
  • |
  • Font increase
  • Font Decrease

মাশরাফি বিন মর্তুজা ও তার বাবা গোলাম মর্তুজা স্বপন, ছবি: সংগৃহীত

মাশরাফি বিন মর্তুজা ও তার বাবা গোলাম মর্তুজা স্বপন, ছবি: সংগৃহীত

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ঢাকায় আনা হচ্ছে।

শনিবার (১২অক্টোবর) সন্ধ্যা ৭টায় যশোর এয়ারপোর্ট থেকে একটি বিশেষ ফ্লাইটে তাকে ঢাকায় আনা হবে। মাশরাফি মেজ ভায়েরা নূর আলম শিহাব বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন: মাশরাফির বাবা গোলাম মর্তুজা অসুস্থ

তিনি বলেন, ‘বর্তমানে তার অবস্থা আগের থেকে ভালো আছে। যশোর থেকে একটি বিশেষ ফ্লাইটে করে সন্ধ্যা ৭টায় ঢাকায় নেওয়া হবে। ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত শুক্রবার (১১ অক্টোবর) হঠাৎ অসুস্থ হওয়ার পর মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাত ১১টার দিকে তাকে যশোর সিএমএইচ-এর ভর্তি করা হয়।