ইউরো বাছাইয়ে নামছে স্পেন-ইতালি

  • স্পেশাল করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাতে থাকছে ইউরো ২০২০ বাছাইয়ের পর্বের রোমাঞ্চ

রাতে থাকছে ইউরো ২০২০ বাছাইয়ের পর্বের রোমাঞ্চ

ইউরো বাছাই পর্বের ম্যাচে শনিবার মাঠে নামছে জায়ান্টরা। রাতে গ্রিসকে আতিথ্য দিতে যাচ্ছে ইতালি। স্পেন খেলতে যাচ্ছে নরওয়ের মাঠে। জর্জিয়া-আয়াল্যান্ড ও ডেনমার্ক-সুইজারল্যান্ডের মধ্যকার জমজমাট ফুটবল লড়াইও থাকছে ক্রীড়া প্রেমীদের জন্য।

ইউরো বাছাই পর্বের লড়াই দর্শকরা বেশ আয়েশ করেই টিভিতে সরাসরি উপভোগ করতে পারবেন সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা ৩০ মিনিটের মধ্যে।
 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও নিয়ন্ত্রণ ভারতের হাতে। দ্বিতীয় দিন স্বাগতিকরা ৫ উইকেটে ৬০১ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করেছে। পুণেতে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় দিনের লাল বলের লড়াই শুরু হয়েছে সকাল ১০টা থেকে।

ক্রিকেট প্রেমীদের জন্য সাজানো রয়েছে টি-টোয়েন্টি রোমাঞ্চের পসরাও। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জমজমাট ফাইনাল ম্যাচ টিভিতে দেখা যাবে রাত ৩টা থেকে। শিরোপা জয়ের লড়াইয়ে সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রাইডেন্টস খেলবে গায়ানার বিপক্ষে।

ক্রীড়া অনুরাগীদের জন্য প্রস্তুত সাংহাই মাস্টার্স টেনিস টুর্নামেন্ট, রাগবি বিশ্বকাপ ও টেবিল টেনিস জার্মান ওপেন। থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের হাইলাইটস দর্শকরা টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

চলুন দেখে নেই শনিবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ফুটবল
উয়েফা ইউরো বাছাই
জর্জিয়া-আয়াল্যান্ড
সরাসরি সন্ধ্যা ৭টা
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ

ডেনমার্ক-সুইজারল্যান্ড
সরাসরি রাত ১০টা
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ

ইতালি-গ্রিস
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি টেন ওয়ান, সনি টেন ওয়ান এইচডি ও সনি লাইভ

নরওয়ে-স্পেন
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ

ক্রিকেট
ভারত-দক্ষিণ আফ্রিকা
দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন
সরাসরি সকাল ১০টা
স্টার স্পোর্টস ওয়ান

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
ফাইনাল
বার্বাডোজ-গায়ানা
সরাসরি রাত ৩টা
স্টার স্পোর্টস টু

টেনিস
সাংহাই মাস্টার্স
সরাসরি বেলা ২টা ৩০ মিনিট
সনি ইএসপিএন

কাবাডি
প্রো-কাবাডি লিগ
হাইলাইটস রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান

রাগবি বিশ্বকাপ
আয়ারল্যান্ড-সামোয়া
সরাসরি বিকেল ৪টা ৪৫ মিনিট
সনি টেন টু

টেবিল টেনিস
জার্মান ওপেন
সরাসরি বেলা ২টা
স্টার স্পোর্টস সিলেক্ট টু