সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-কাতার
ঘরোয়া ফুটবলে এখন চলছে ছুটির আমেজ। কিন্তু ফুটবলাররা ছুটিতে নেই। আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে লড়তে হচ্ছে তাদের। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে বাংলাদেশ-কাতারের মধ্যকার ফুটবল ম্যাচ সরাসরি টিভির পর্দায় দেখা যাবে সন্ধ্যা ৭টা থেকে।
প্রীতি ম্যাচের লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে সেনেগাল। ইউরো বাছাইয়ে রয়েছে নেদারল্যান্ডস-নর্দান আয়ারল্যান্ড, ক্রোয়েশিয়া-হাঙ্গেরি ও বেলজিয়াম-সান ম্যারিনোর মধ্যকার ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে আজ ভারত। ক্রিকেট প্রেমীদের জন্য সাজানো রয়েছে টি-টোয়েন্টি রোমাঞ্চের পসরাও। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে শুক্রবার ভোর ৫টা থেকে। ফাইনালে উঠার লড়াইয়ে সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রাইডেন্টস খেলবে বলিউড বাদশাহ শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে।
ক্রীড়া প্রেমীদের জন্য প্রস্তুত সাংহাই মাস্টার্স টেনিস টুর্নামেন্ট। থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।
চলুন দেখে নেই বৃহস্পতিবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-
ফুটবল
বিশ্বকাপ বাছাই ২০২২
বাংলাদেশ-কাতার
সরাসরি সন্ধ্যা ৭টা
বিটিভি, বাংলা টিভি ও বেট৩৬৫
প্রীতি ম্যাচ
ব্রাজিল-সেনেগাল
সরাসরি সন্ধ্যা ৬টা
বেট৩৬৫
উয়েফা ইউরো বাছাই
কাজাখস্তান-সাইপ্রাস
সরাসরি রাত ৮টা
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ
বেলারুশ-এস্তোনিয়া
সরাসরি রাত ১০টা
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ
নেদারল্যান্ডস-নর্দান আয়ারল্যান্ড
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি সিক্স, সনি সিক্স এইচডি ও সনি লাইভ
ক্রোয়েশিয়া-হাঙ্গেরি
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ
বেলজিয়াম-সান ম্যারিনো
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি টেন ওয়ান, সনি টেন ওয়ান এইচডি ও সনি লাইভ
ক্রিকেট
ভারত-দক্ষিণ আফ্রিকা
দ্বিতীয় টেস্ট, প্রথম দিন
সরাসরি সকাল ১০টা
স্টার স্পোর্টস ওয়ান
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
কোয়ালিফাইয়ার টু
বার্বাডোজ-ত্রিনবাগো
সরাসরি শুক্রবার ভোর ৫টা
স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস টু
টেনিস
সাংহাই মাস্টার্স
সরাসরি সকাল সাড়ে ১০টা
সনি ইএসপিএন
কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান