রাতে জার্মানি-আর্জেন্টিনার মহারণ
আন্তর্জাতিক প্রীতি ফুটবলে আজ বুধবার রাতে মাঠে নামছে দুই বিশ্ব চ্যাস্পিয়ন। স্বাগতিক জার্মানির প্রতিপক্ষ লাতিন আমেরিকান জায়ান্ট আর্জেন্টিনা। যদিও এই ম্যাচে নেই লিওনেল মেসি। একইসঙ্গে আর্জেন্টিনা পাচ্ছে না অ্যাঞ্জেল ডি মারিয়া ও সার্জিও অ্যাগুয়েরোকে।
ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্ক থেকে জার্মানি-আর্জেন্টিনার মধ্যকার মহারণ টিভিতে সরাসরি সম্প্রচার হবে রাত ১২টা ৪৫ মিনিট থেকে।
সন্ধ্যায় শুরু হবে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন লঙ্কানরা। তাদের লক্ষ্য এখন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। কিন্তু ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে স্বাগতিকরা চায় সান্ত্বনার জয়।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি লড়াই টিভিতে সরাসরি উপভোগ করা যাবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।
আর অস্ট্রেলিয়ার মেয়েরা তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে। ভারতের মেয়েরা প্রথম ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে।
ক্রীড়া প্রেমীদের জন্য প্রস্তুত রাগবি বিশ্বকাপ। থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।
চলুন দেখে নেই বুধবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-
ফুটবল
প্রীতি ম্যাচ
জার্মানি-আর্জেন্টিনা
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ
ক্রিকেট
পাকিস্তান-শ্রীলঙ্কা
তৃতীয় টি-টোয়েন্টি
সন্ধ্যা সাড়ে ৭টা
সনি সিক্স
নারী ওয়ানডে সিরিজ
প্রথম ম্যাচ
ভারত-দক্ষিণ আফ্রিকা
সরাসরি সকাল সাড়ে ৯টা
স্টার স্পোর্টস থ্রি
নারী ওয়ানডে সিরিজ
তৃতীয় ম্যাচ
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা
সরাসরি ভোর ৬টা ১০ মিনিট
সনি সিক্স
কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান
রাগবি বিশ্বকাপ
আর্জেন্টিনা-যুক্তরাষ্ট্র
সরাসরি সকাল ১০টা ৪৫ মিনিট
সনি টেন টু
স্কটল্যান্ড-রাশিয়া
সরাসরি বেলা ১টা ১৫ মিনিট
সনি টেন টু
ওয়েলস-ফিজি
সরাসরি বিকেল ৩টা ৪৫ মিনিট
সনি টেন টু