বাংলাদেশ-ওমান
মঙ্গলবার অনূর্ধ্ব ২১ হকি টেস্ট সিরিজ শুরু
মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে ঢাকায় শুরু হচ্ছে ওয়ালটন অনূর্ধ্ব ২১ হকি টেস্ট সিরিজ। এই এক্সচেঞ্জ সিরিজে বাংলাদেশ ও ওমান ৫টি ম্যাচ খেলবে। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।
মঙ্গলবার বিকেল ৪টায় সিরিজের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আখতার হোসেন।
সিরিজ সামনে রেখে আজ সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ হকি ফেডারেশনের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুর রশিদ শিকদার ও পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এছাড়া উপস্থিত ছিলেন বাহফের কর্মকর্তাবৃন্দ।
সম্মেলনে আব্দুর রশিদ শিকদার জানান- ‘আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ ও জুনিয়র বিশ্বকাপ কোয়ালিফায়ারকে ঘিরে যুব দলের দুই মাসের প্রস্তুতি যাচাই করতে সাহায্য করবে এই সিরিজ।’
আর ইকবাল বিন আনোয়ার ডন জানান- ‘ভবিষ্যতে আন্তর্জাতিক ও জাতীয় যে কোনো আয়োজনে হকি ফেডারেশনের পাশে থাকবে তার প্রতিষ্ঠান ওয়ালটন।’
বাংলাদেশ অনূর্ধ্ব ২১ হকি দলের কোচ মামুন উর জানান- ‘আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পৃথক দুটি টুর্নামেন্ট সামনে রেখে শক্তিশালী দল গড়তে সহায়তা করবে এই টেস্ট সিরিজ।’
ওমান কোচ তাহির জামান বলেন- ‘দীর্ঘ দিন পর আবারো বাংলাদেশে এসে খুশি তিনি। এই টেস্ট সিরিজ দুই দেশের হকিকে আরো লাভবান করবে।’
পাকিস্তানের যুব হকি দলের বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলে ঢাকায় ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে ওমান।
সিরিজের সবকটি ম্যাচ ইউটিউব ও ফেসবুকে লাইভ স্ট্রিমিং করবে স্পোর্টস লাইফ টিভি। আর একটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।