বিএসপিএ বর্ষসেরা তারেক মাহমুদ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বর্ষসেরার পুরস্কার হাতে তারেক মাহমুদ

বর্ষসেরার পুরস্কার হাতে তারেক মাহমুদ

জাকজমক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান। ‘স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার ২০১৮’ হয়েছেন দৈনিক প্রথম আলোর ক্রীড়া বিভাগের প্রধান তারেক মাহমুদ।

শনিবার রাজধানীর এক হোটেলে ক্রীড়া সাংবাদিক এবং লেখকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান ‘ম্যাক্স-বিএসপিএ নাইট ২০১৯’ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক ছাড়াও তওফিক আজিজ খান ট্রফি জিতেছেন দৈনিক প্রথম আলোর তারেক মাহমুদ। রানার-আপ দৈনিক কালের কণ্ঠ’র বিশেষ প্রতিনিধি সনৎ বাবলা এবং চ্যানেল টোয়েন্টি ফোর’র স্টাফ রিপোর্টার সাদমান সাকিব।

বিএসপিএ পারফরমার অব দ্য ইয়ার-পুরস্কার পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সনৎ বাবলা।

বিজ্ঞাপন

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস সম্মাননা পেলেন দুই সিনিয়র ক্রীড়া সাংবাদিক আল-আমীন এবং তালহা বিন নজরুল। এই আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

এক নজরে বিএসপিএ বর্ষসেরা-

তওফিক আজিজ খান ট্রফি (স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার ২০১৮)
চ্যাম্পিয়ন: তারেক মাহমুদ, হেড অব স্পোর্টস, দৈনিক প্রথম আলো
রানার-আপ: সনৎ বাবলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ
রানার-আপ: সাদমান সাকিব, স্টাফ রিপোর্টার, চ্যানেল টোয়েন্টিফোর

রণজিৎ বিশ্বাস ট্রফি
(ফিচার রিপোর্ট/ডকুমেন্টরি ২০১৮)
চ্যাম্পিয়ন: সাদমান সাকিব, স্টাফ রিপোর্টার, চ্যানেল টোয়েন্টিফোর
রানার-আপ: ফারজানা জহির, সিনিয়র রিপোর্টার, ডিবিসি নিউজ
রানার-আপ: শেখ আশিক, রিপোর্টার, ডিবিসি নিউজ

বিএসপিএ পারফরমার অব দ্য ইয়ার-২০১৮
সনৎ বাবলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ

আব্দুল হামিদ ট্রফি (সিরিজ রিপোর্ট ২০১৮)
চ্যাম্পিয়ন: রাহেনুর ইসলাম, সিনিয়র সাব-এডিটর, দৈনিক কালের কণ্ঠ
রানার-আপ: সনৎ বাবলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ
রানার-আপ: রফিকুল হায়দার ফরহাদ, সিনিয়র রিপোর্টার, দৈনিক নয়া দিগন্ত

বদি-উজ-জামান ট্রফি (এক্সক্লুসিভ রিপোর্ট ২০১৮)
চ্যাম্পিয়ন: তারেক মাহমুদ, হেড অব স্পোর্টস, দৈনিক প্রথম আলো
রানার-আপ: সনৎ বাবলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ
রানার-আপ: রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, জাগোনিউজ২৪.কম

আতাউল হক মল্লিক ট্রফি (সাক্ষাৎকার ২০১৮)
চ্যাম্পিয়ন: মাসুদ পারভেজ, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ
রানার-আপ: নোমান মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ
রানার-আপ: মোহাম্মদ ইসাম, বাংলাদেশ করেসপন্ডেন্ট, ক্রিকইনফো

বদরুল হুদা চৌধুরী ট্রফি (স্পোর্টস ফটোগ্রাফি ২০১৮)
চ্যাম্পিয়ন: ফিরোজ আহমেদ, স্টাফ ফটোগ্রাফার, ডেইলি স্টার
রানার-আপ: শামসুল হক টেংকু, স্পেশাল ফটো জার্নালিস্ট, দৈনিক প্রথম আলো
রানার-আপ: নাজমুল হক, ফটো জার্নালিস্ট, দৈনিক দেশ রূপান্তর