ছুটির দিনে টিভিতে ফুটবল-ক্রিকেট রোমাঞ্চ

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

থাকছে ক্যারিবিয়ার ক্রিকেট লিগে উত্তেজনা

থাকছে ক্যারিবিয়ার ক্রিকেট লিগে উত্তেজনা

রোহিত শর্মার সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ভারত প্রথম ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৫০২ রান তোলে। বোলারদের ব্যর্থতায় লাল বলের লড়াইয়ে পিছিয়ে পড়েছে প্রোটিয়ারা। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা।

আজ শুক্রবার ছুটির দিনে দেখতে পারছেন তৃতীয় দিনের খেলা। বিশাখাপত্তনম থেকে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার লাল বলের লড়াই টিভির পর্দায় দেখা যাচ্ছে সকাল ১০টা থেকে।

ফুটবল প্রেমীদের উন্মাদনায় ভাসাতে রয়েছে ইউরোপিয়ান লিগের লড়াই। রাতে লা লিগায় রিয়াল বেটিসের ঘরের মাঠে আতিথ্য নিতে যাচ্ছে এইবার। ইতালিয়ান সেরি এ তে ব্রেসিয়ার মুখোমুখি সাসুলো।

এছাড়া বুন্দেসলিগায় হার্থা বার্লিন-ডুসেলডর্ফ ও ফরাসি লিগ ওয়ানে রয়েছে অ্যামিয়েন্স-অলিম্পিক লিঁও এর মধ্যকার ম্যাচ।

ক্রিকেট প্রেমীদের জন্য সাজানো রয়েছে টি-টোয়েন্টি রোমাঞ্চের পসরাও। ভারতের মেয়েরা ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে শনিবার ভোর ৬টা থেকে। গায়ানা খেলবে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে।

দর্শকদের জন্য প্রস্তুত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ও রাগবি বিশ্বকাপ।

থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

চলুন দেখে নিই শুক্রবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
ভারত-দক্ষিণ আফ্রিকা
প্রথম টেস্ট, তৃতীয় দিন
সরাসরি সকাল ১০টা
স্টার স্পোর্টস ওয়ান

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
গায়ানা-ত্রিনবাগো
সরাসরি শনিবার ভোর ৬টা
স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস টু

নারী টি-টোয়েন্টি সিরিজ
ষষ্ঠ ম্যাচ
ভারত-দক্ষিণ আফ্রিকা
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
স্টার স্পোর্টস থ্রি

ফুটবল
লা লিগা
রিয়াল বেটিস-এইবার
সরাসরি রাত ১টা
ফেসবুক

ইতালিয়ান সেরি এ
ব্রেসিয়া-সাসুলো
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ

বুন্দেসলিগা
হার্থা বার্লিন-ডুসেলডর্ফ
সরাসরি রাত সাড়ে ১২টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ওয়ান

ফরাসি লিগ ওয়ান
অ্যামিয়েন্স-অলিম্পিক লিঁও
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
বেট৩৬৫

অ্যাথলেটিকস
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
স্টার স্পোর্টস থ্রি ও স্টার স্পোর্টস সিলেক্ট টু

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান

রাগবি বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকা-ইতালি
সরাসরি বিকেল ৩টা ৪৫ মিনিট
সনি টেন টু

বিজ্ঞাপন