ক্রীড়া প্রেমীদের ব্যস্ততম এক দিন

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-ইন্টার মিলান

রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-ইন্টার মিলান

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে পাকিস্তান। সিরিজ জয়ের লক্ষ্যে আজ বুধবার (২ অক্টোবর) বিকেলে ফের মাঠে নামছে সরফরাজ আহমেদের দল। তবে অধিনায়ক লাহিরু থিরিমান্নের সফরকারী শ্রীলঙ্কা চায় শেষ ম্যাচটি জিতে সমতায় ফিরতে। প্রথম ম্যাচটি অবশ্য বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়।

করাচি থেকে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার এ ওয়ানডে লড়াইটি দেখা যাবে বিকেল ৪টা থেকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত।

ফুটবল প্রেমীদের উন্মাদনায় ভাসাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের লড়াই। রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে কোচ আর্নেস্তো ভালভার্দের বার্সেলোনা স্বাগত জানাবে ইন্টার মিলানকে। ঊরুর চোট কাটিয়ে এ ম্যাচের মধ্য দিয়ে মাঠের লড়াইয়ে ফিরতে চাইছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল অতিথ্য দিবে সালজবুর্গকে।

চেলসি যাবে লিলের মাঠ সফরে। গেঙ্ক লড়বে নাপোলির বিপক্ষে। আর বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ আজ স্লাভিয়া প্রাগ।

ক্রিকেট প্রেমীদের জন্য সাজানো রয়েছে টি-টোয়েন্টি রোমাঞ্চের পসরাও। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে। ত্রিনবাগো নাইট রাইডার্স খেলবে বার্বাডোজের বিপক্ষে।

দর্শকদের জন্য প্রস্তুত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ও রাগবি বিশ্বকাপ।

থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

চলুন দেখে নিই বুধবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
পাকিস্তান-শ্রীলঙ্কা
তৃতীয় ওয়ানডে
সরাসরি বিকেল ৪টা
সনি সিক্স

ভারত-দক্ষিণ আফ্রিকা
প্রথম টেস্ট, প্রথম দিন
সরাসরি সকাল ১০টা
স্টার স্পোর্টস ওয়ান

নারী টি-টোয়েন্টি সিরিজ
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা
তৃতীয় ম্যাচ
সরাসরি সকাল ১০টা
স্টার স্পোর্টস থ্রি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
ত্রিনবাগো-বার্বাডোজ
সরাসরি বৃহস্পতিবার ভোর ৫টা
স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস টু

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
স্লাভিয়া প্রাগ-ডর্টমুন্ড
সরাসরি রাত ১০টা ৫৫ মিনিট
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ

গেঙ্ক-নাপোলি
সরাসরি রাত ১০টা ৫৫ মিনিট
সনি ইএসপিএন, সনি ইএসপিএন এইচডি ও সনি লাইভ

লিভারপুল-সালজবুর্গ
সরাসরি রাত ১টা
সনি টেন ওয়ান, সনি টেন ওয়ান এইচডি ও সনি লাইভ

বার্সেলোনা-ইন্টার মিলান
সরাসরি রাত ১টা
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ
ভ্যালেন্সিয়া-আয়াক্স
সরাসরি রাত ১টা
সনি ইএসপিএন, সনি ইএসপিএন এইচডি ও সনি লাইভ

লিল-চেলসি
সরাসরি রাত ১টা
সনি সিক্স, সনি সিক্স এইচডি ও সনি লাইভ

অ্যাথলেটিকস
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
স্টার স্পোর্টস থ্রি ও স্টার স্পোর্টস সিলেক্ট টু

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান

রাগবি বিশ্বকাপ
ফ্রান্স-যুক্তরাষ্ট্র
সরাসরি দুপুর ১টা ৪৫ মিনিট
নিউজিল্যান্ড-কানাডা
সরাসরি বিকেল ৪টা ১৫ মিনিট

বিজ্ঞাপন