মাদ্রিদ জয়ে নতুন উচ্চতায় জোকোভিচ

  • সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আরেকটি শিরোপা জিতে নাদালকে ছুঁয়ে ফেললেন জোকোভিচ

আরেকটি শিরোপা জিতে নাদালকে ছুঁয়ে ফেললেন জোকোভিচ

অনেকটা ফাঁকা মাঠে গোল দিলেন নোভাক জোকোভিচ! রাফায়েল নাদাল বিদায় নিয়েছিলেন আগেই। ফাইনালে স্টেফানোস সিটসিপাসকে পাত্তাই দেননি টেনিসের নাম্বার ওয়ান এই তারকা। গ্রিসের প্রতিপক্ষকে উড়িয়ে জিতে নিয়েছেন মাদ্রিদ ওপেনের শিরোপা। তারই পথ ধরে স্পর্শ করেছেন রাফায়েল নাদালের অনন্য এক রেকর্ড।

মাদ্রিদ জয়ের পর জোকোভিচের সংগ্রহে দাঁড়িয়েছে ৩৩টি মাস্টার্স শিরোপা। এর আগেই সমান ট্রফি জিতে রেকর্ড গড়েন নাদাল। ক্লে কোর্ট স্পেশালিস্টকে ছুঁয়ে ফেললেন সার্বিয়ান মহা তারকা!

বিজ্ঞাপন

শিরোপা লড়াইয়ে রোববার রাতে তরুণ স্টেফানোস সিটসিপাসকে হেসে-খেলে হারালেন জোকোভিচ। জেতেন ৬-৩, ৬-৪ গেমে। সেমি-ফাইনালে নাদালের বিপক্ষে দাপট দেখালেও জোকোভিচের বিপক্ষে অসহায় দেখাল সিসিপাসকে। এমন অনায়াস জয় মিলবে সার্বিয়ান কিংবদন্তিও ভাবেন নি।

মাত্র এক ঘন্টা ৩২ মিনিটের লড়াইয়ে ৩১ বছর বয়সী জোকোভিচ হারান ২০ বছর বয়সী সিটসিপাসকে। এটি জোকোভিচের তৃতীয় মাদ্রিদ ওপেন টেনিসের ট্রফি।

বিজ্ঞাপন

ফ্রেঞ্চ ওপেনের আগে এই অর্জনে দারুণ খুশি জোকোভিচ। রেকর্ড ৩৩তম মাস্টার্স শিরোপা হাতে নিয়ে জানাচ্ছিলেন, ‘এই সাফল্য নিশ্চিত সামনে টুর্নামেন্টগুলোতে আত্মবিশ্বাস জোগাবে। এরপরই ফ্রেঞ্চ ওপেন। রোঁলা গারোতে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি আমি।’

১৫ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের চোখ এবার ফ্রান্সের লাল কোর্টে। অবশ্য ফ্রেঞ্চ ওপেনের আগে ২৬ মে রোমে আরেকটি মাস্টার্স টুর্নামেন্টে কোর্টে নামবেন তিনি।