জিম কুরিয়ারকে মনে করিয়ে ফাইনালে সিনার
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম দুঃস্বপ্ন দিয়ে শেষ হয়েছে নোভাক জোকোভিচের। চোট নিয়ে সরে দাঁড়িয়েছেন এই কিংবদন্তি। এই সুযোগে আলেকজান্ডার জভেরেভ পা রাখেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। অন্য সেমিতে আজ বেন শেলটনকে ৭-৬ (২) ৬-২ ৬-২ গেমে ব্যবধানে হারিয়ে আবারো ফাইনাল নিশ্চিত করলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জানিক সিনার। ফাইনালে আলেকজান্ডার জভেরেভের মুখোমুখি হবেন ইতালিয়ান এ টেনিস তারকা।
দারুণ এই জয়ে ২৩ বছর বয়সী এই খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেনে একাধিক ফাইনালে পৌঁছানো সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হলেন। ১৯৯২-৯৩ সালে ফাইনালে পৌঁছা সর্বকনিষ্ট খেলোয়াড় জিম কুরিয়ারের পর এই কীর্তি গড়লেন সিনার। এ জয়ের তিনটি গ্র্যান্ড স্ল্যাম একক ট্রফি জয়ের স্বপ্নও বাঁচিয়ে রেখেছেন তিনি।
মেলবোর্নের রড লেভার অ্যারেনাতে মাঠে নামার আগে বামহাতি শেলটনের সাথে পাঁচটি ম্যাচের মধ্যে চারটি জিতেছিলেন সিনার। তবে আজ শুরুতেই তিনি বিপদে পড়েন যখন একটি বিধ্বস্ত ফোর-হ্যান্ড শেলটনকে ব্রেক পেতে সাহায্য করে।
সিনার তার দ্বিধান্বিত শুরুটা কাটিয়ে উঠে ২-২ সমতা অর্জন করেন। শেলটনের শক্তিশালী সার্ভগুলোকে প্রতিটি সুযোগে আক্রমণ করেন। তবে ১১তম গেমে নিজের করা একটি ভুল সার্ভে তাকে আবারও বিপদে ফেলে দেয়। কিন্তু এরপর দুটি সেট পয়েন্ট বাঁচিয়ে টাইব্রেকের মাধ্যমে ম্যাচে ফিরে আসেন তিনি।
তৃতীয় সেটের উত্তেজনাপূর্ণ মুহূর্তে বাম পায়ে সমস্যা অনুভব করেন সিনার এবং ৩-২ ব্যবধানে ব্রেক করার পর ট্রেনারের মাধ্যমে সেটি চিকিৎসা করান। এরপর কিছু বড় উইনার শট তাকে ফিনিশ লাইনে পৌঁছে দেয়। যেটি তাকে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পা রাখতে সাহায্য করে।