ব্যাটিং-বোলিংয়ে বিপিএলের সেরা পাঁচ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ

শেষ হয়েছে বিপিএলের ১১তম আসরের চট্টগ্রাম পর্বের খেলা। গ্রুপ পর্বের ৪২ ম্যাচের ৩২ টি ই শেষ ইতোমধ্যে চট্টগ্রাম পর্ব শেষে জমে উঠেছে পয়েন্ট টেবিলও। এরইমধ্যে রংপুর প্লেঅফ নিশ্চিত করে ফেলেছে। কাগজে কলমে কোনো দলই বাদ যায়নি তবে টানা চার হারে প্লে-অফ খেলার সমীকরণ কঠিন করে ফেলেছে সিলেট স্ট্রাইকার্স।

এই আসরে ব্যাটিংয়ে দেশীয় ক্রিকেটাররা ভালো করছেন। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম ৫ জনের ৪ জনই বাংলাদেশি।শুরুটা খারাপ হলেও পরবর্তীতে দুই ওপেনারের দৃঢ়তায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালস।

বিজ্ঞাপন

বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক

বিজ্ঞাপন

নাম

ম্যাচ

রান

গড়

১.তানজিদ হাসান তামিম

১০

৪২০

৪৬.৬৭

২.এনামুল হক বিজয়

১০

৩৭৯

৪৭.৩৮

৩.লিটন কুমার দাস

৩৪৮

৪৩.৫০

৪.জাকির হাসান

৩৪২

৪২.৪৭

৫.গ্রাহাম ক্লার্ক

৩৩৫

৪১.৮৮

বোলিংয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ।১০ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। ৭ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দুইয়ে আছেন পাকিস্তানি বোলার আকিফ জাবেদ।

বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি

নাম

ম্যাচ

উইকেট

গড়

১.তাসকিন আহমেদ

১০

২২

১১.৪১

২.আকিফ জাবেদ

১৫

১১.৮০

৩.আবু হায়দার রনি

১৫

১৮.৬০

৪.খুশদিল শাহ

১৪

১০.৭১

৫.আলিস আল ইসলাম

১২

১৬.৫৮