ফুটবল খেলা মানেই রেকর্ড ভাঙ্গা গড়ার লড়াই। তবে ২০২৫ এ এমন সব রেকর্ড দেখতে পারেন ফুটবল সমর্থকেরা যা ঘটেনি আগে কখনোই। এই রেকর্ডগুলোতে প্রথমবারের মত নাম লেখাতে পারেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো সহ আরও অনেক তারকা ফুটবলার।
৫০ – ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৫০তম শিরোপা জিততে পারেন লিওনেল মেসি। ফুটবলের এই জাদুকরের ঝুলিতে এখন পর্যন্ত শিরোপার সংখ্যা মোট ৪৫ টি। এর মাঝে বার্সেলোনার হয়ে ৩৪ টি, আজেন্টিনার হয়ে ৬ টি, পিএসজির হয়ে ৩ টি এবং ইন্টার মায়ামির হয়ে ৩ টি শিরোপা জিতেছেন মেসি। ২০২৫ এ তার সামনে আছে মেজর লিগ সকার কাপ, লিগস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ও ক্লাব বিশ্বকাপ, সঙ্গে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা এই বছরই হওয়ার সম্ভাবনা আছে। এই পাঁচটি শিরোপাই যদি জেতেন মেসি, তাহলে প্রথম খেলোয়াড় হিসেবে শিরোপার ফিফটি ছুঁয়ে ফেলবেন তিনি।
৯৫০- ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ব্যাক্তিগত ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেন রোনালদো। ৩৯ বছর বয়সী রোনালদোর বর্তমান গোল সংখ্যা ৯১৬, চলতি বছর তার গোল চাই ৩৪টি।
১০০- ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ গোল করার সামনে দাঁড়িয়ে আর্লিং হালান্ড। নরওয়ের এই স্ট্রাইকার ৮৫ ম্যাচ খেলে করেছেন ৭৭ গোল। পূর্বের রেকর্ডটি অ্যালান শিয়েরার, যিনি ১০০ গোল করেছিলেন ১২৪ ম্যাচে।
২৫- ১৭ বছর বয়সী স্প্যানিশ লামিন ইয়ামাল ও ইকুয়েডরের কেন্ড্রি পায়েজ হতে পারেন ইতিহাসের প্রথম খেলোয়ার যারা ১৯ বছর পূর্ণ হওয়ার আগেই ২৫ টি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। ২৫ আন্তর্জাতিক ম্যাচ কিলিয়ান এমবাপে খেলেছিলেন ১৯ বছর বয়সে।
৯- লিওনেল মেসিকে টপকে ইউরোপের শীর্ষ ৫ লিগে এক মৌসুমে সর্বাধিকবার সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ড করতে পারেন রবার্ট লেওয়ানডফস্কি। মেসি ১৯ মৌসুমে ৮ বার এই কৃতিত্ব গড়তে পেরেছেন যেখানে লেওয়ানডফস্কির লেগেছে মাত্র ১৪ মৌসুম। চলতি মৌসুমে এখনও পর্যন্ত লেওয়ানডফস্কি সর্বোচ্চ গোলদাতা।
১২৫– প্রথম নারী ফুটবলার হিসেবে উয়েফা উমেন্স চ্যাম্পিয়নস লিগে ১২৫ ম্যাচ খেলার রেকর্ডের সামনে দাড়িয়ে ৩৪ বছর বয়সী ওয়েনডে রেনার্ড। বর্তমানে লায়নের এই তারকার ম্যাচ সংখ্যা ১২২।
৩- ২০২৫ এর উইমেন্স ইউরোতে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ান করতে পারলে টিনা থিওই এর পর ২য় কোচ হিসেবে ৩ বার ইউরো জেতার রেকর্ড করবেন সারিনা উইগম্যান।
৫৫- ৫৫ বারের মত স্কটিস শিরোপা জিতে চির প্রতিদ্বন্দী রেঞ্জার্সের সাথে যৌথভাবে সর্বাধিক শিরোপার মালিক হতে পারে সেল্টিক। গত ম্যাচ হারলেও স্কটিস লিগে তারা এখনও ১১ পয়েন্টে এগিয়ে আছে।
১৪- ইতিহাসের ৪র্থ ক্লাব হিসেবে টানা ১৪ লিগ শিরোপা জেতার সুযোগ লুডোগোরেটের সামনে। লিগের ২য় অবস্থানের দল থেকে তারা ১৩ পয়েন্টে এগিয়ে আছে। ২০১১ সালের পর থেকে তারা প্রতিবার তাদের শিরোপা ধরে রেখেছে।