চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তই অধিনায়ক, সাকিবকে চান ফারুক

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত

সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত

এইতো দিন কয়েক আগেই নাজমুল হোসেন শান্ত জানিয়ে দিয়েছেন তিনি আর নেতৃত্ব দিতে চান না। নতুন বছরের শুরুতেই টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন তিনি। এ অবস্থায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডেতেও কোনো পরিবর্তন আসবে কীনা এনিয়ে ছিল প্রশ্ন।

কিন্তু ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই টুর্নামেন্টে শান্তর ওপরই আস্থা রাখছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনিই থাকছেন বাংলাদেশের অধিনায়ক। এমনটাই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

বিজ্ঞাপন

আজ শুক্রবার বিপিএলের ম্যাচ চলাকালে শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে এসে ফারুক আহমেদ বলেন, ‘আমি এখনও মনে করি যে সে দলের বাইরে চলে গিয়েছিল ইনজুরির জন্য। যখন সে ফিরবে, তখন সে অধিনায়ক হিসেবেই থাকবে। আপনারা বলেছেন ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। আমরা মনে করছি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তই অধিনায়ক থাকবে। শান্তর অধিনায়কত্ব না নেওয়ার কোনো কারণ দেখছি না।’

ফারুক আরও যোগ করেন, ‘শান্ত আগেই বলেছিল টি-টোয়েন্টির জন্য কমফোর্টেবল না। অনেক আগে আমাকে প্রথম বলেছিল। ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেনের কথা চিন্তা করছি। যদিও টি-টোয়েন্টি এখনও বেশ দূরে। আরও প্রায় ছয় মাস পরে মনে হয়। তাই টি-টোয়েন্টি এই মুহূর্তে ইস্যু না।’

বিজ্ঞাপন

এদিকে সাকিব আল হাসান প্রসঙ্গও এসেছে তার সামনে। সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকতে পারেন কীনা এনিয়ে ফারুক বলেন, ‘সাকিব এখনো অবসর নেয়নি। সাকিব যদি অবসর নিয়ে নিত, তাহলে বলতাম ও আর নেই। নির্বাচকরা আমাদের কাছে দল গঠনের আগে পলিসি জানতে চান। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়নস ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’

বলা দরকার, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।