ভারতীয় দলকে ‘মিথ্যাবাদী’ বললেন প্রাক্তন ক্রিকেটার
বক্সিং ডে টেস্টে ডিআরএস নিয়ে বিতর্ক চলছেই। এর পক্ষে বিপক্ষে কথা বলেই চলেছেন অনেক ক্রিকেট কিংবদন্তি। এবার এই ইস্যুতে মুখ খুললেন ভারতের সাবেক উইকেটকিপার-ব্যাটার সুরিন্দর খান্না। তিনি রীতিমতো ভারতীয় দলকে ‘মিথ্যাবাদী’ বলেই আক্রমণ করেছেন।
যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে তিনি বলেন, ‘চারটি ভিন্ন কোণ থেকে দেখানো হয়েছে যে বল গ্লাভসে লেগেছিল এবং গতি কমে গিয়েছিল। মেনে নিতে শিখুন। এরা তো মিথ্যাবাদী মানুষ! আগে সৎভাবে খেলুন, তারপর জিততে শুরু করবেন।’
ঘটনাটি ঘটে যখন ইয়াশস্বী জয়সওয়ালকে অন-ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন নট আউট দেন। তবে তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত টিভি রিপ্লে দেখে আউট ঘোষণা করেন। বল গ্লাভসে লেগে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েছিল বলে মনে করেন তিনি।
তবে রিয়েল-টাইম স্নিকোর অনুপস্থিতি এই সিদ্ধান্তকে বিতর্কিত করেছে। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, ‘জয়সওয়াল পরিষ্কারভাবে নট আউট ছিলেন।’ এ বিষয়ে আরটিএস প্রযুক্তির কোম্পানির প্রধান ওয়ারেন ব্রেনান জানিয়েছেন, ‘সেখানে কোনো শব্দ ছিল না। শুধু হট স্পট-ই হয়তো এই সিদ্ধান্ত স্পষ্ট করতে পারত।’
তবে খান্না এর স্পষ্ট বিরোধিতা করে বলেন, ‘ব্যাট হাতে থাকলে কিভাবে বুঝতে পারেন না যে বল লেগেছে? আমরা খারাপ খেলেছি এবং হেরেছি। আইপিএল এলে আবার রান করবে। ওভার-অ্যাগ্রেসিভ টি-টোয়েন্টি ক্রিকেট বন্ধ করে ইতিবাচক খেলুন। আশা করি নতুন বছরে দলের ভাগ্য বদলাবে।’