ক্রিকেটাররা পাওনা পাবেন, আশায় ফারুক
বিপিএলের প্রথম দুই দিনে চারটি ম্যাচ সম্পন্ন হলেও এখনো কোনো খেলোয়াড় তাদের পারিশ্রমিকের এক টাকাও পাননি। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ খেলোয়াড়দের পাওনা আদায়ের ব্যাপারে আশার কথা শুনিয়েছেন।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপগামী দলের ফটোসেশনে ফারুক আহমেদ বলেন, ‘আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, ফ্র্যাঞ্চাইজিদের বলছি (খেলোয়াড়দের টাকার ব্যাপারে), প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে সরাসরি কথা বলছি। ফ্র্যাঞ্চাইজিরা যাতে না মনে করে বোর্ডই শুধু দেখবে, ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু আমাদের পার্টনার।’
ফ্র্যাঞ্চাইজিদের প্রতি বিশ্বাস রেখে তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের টাকা–পয়সাও তারা ঠিকঠাকভাবেই দেবে।’ যদিও নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের ৫০ শতাংশ টাকা পরিশোধ করার কথা, বাকি ৫০ শতাংশের ২৫ শতাংশ টুর্নামেন্ট চলাকালীন এবং বাকি ২৫ শতাংশ টুর্নামেন্ট শেষে দেওয়ার নিয়ম রয়েছে।
তবে ফারুক জানান, ‘আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন, এটা নয় কেন, এই উত্তর কিন্তু আমি এক কথায় দিতে পারব না। এর মানে এই না যে প্লেয়াররা পয়সা পাবে না। গত চার মাসের পরিস্থিতি দেখতে হবে।’
নিয়ম অনুযায়ী কোনো ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের টাকা না দিলে তা বোর্ডকে দিতে হয়। আগের বিপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজির বকেয়া টাকাও বিসিবি পরিশোধ করেছে। তবে এবারের বিপিএলে শুধু ফরচুন বরিশালই ব্যাংক গ্যারান্টি দিয়েছে, যা বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো দেয়নি।