২০২৫ সালে বাংলাদেশ খেলবে মাত্র ৪ টেস্ট

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

টেস্টে বাংলাদেশ নিজেদের ব্যস্ততম একটা বছর কাটিয়েছে ২০২৪ সালে। সব মিলিয়ে ১০টা টেস্ট খেলেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে তার ঠিক পরের বছর, মানে ২০২৫ সালে দলের সামনে টেস্ট ম্যাচ আছে মোটে ৪টি।

তবে সব মিলিয়ে বাংলাদেশ চলতি বছর ব্যস্ত থাকবে বেশ। পুরো বছরে ৬০ দিনেরও বেশি সময় মাঠে থাকতে হবে দলকে।

বিজ্ঞাপন

গেল বছর সব মিলিয়ে ওয়ানডে খেলেছিল সবচেয়ে কম। ৯টি ওয়ানডে খেলে হেরেছিল ৬টিতে। চলতি বছর সে ওয়ানডেই সবচেয়ে বেশি খেলবে বাংলাদেশ। সব মিলিয়ে কমপক্ষে ২১টি ওয়ানডে আছে দলের সূচিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেললে ১টি বা ফাইনালে খেললে ২ ম্যাচ বেশি পাবে দল।

টি-টোয়েন্টিতে গেল বছর ২৪টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এ বছরও সংখ্যাটা নেহায়েত কম নয়। ১৮টি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। জিম্বাবুয়ে, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে আছে সিরিজ, সবকটা সিরিজই হওয়ার কথা ৩ ম্যাচের।

বিজ্ঞাপন

টেস্ট বাংলাদেশ সিরিজ খেলবে দুটো। বছরের মাঝামাঝিতে শ্রীলঙ্কা সফরে এক সিরিজ, ও বছর শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে দল। প্রত্যেক সিরিজেই দুটো করে টেস্ট খেলবে বাংলাদেশ।

এক নজরে ২০২৫ সালে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের যত ম্যাচ–
ফেব্রুয়ারি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত
মার্চ
বাংলাদেশ–জিম্বাবুয়ে : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
মে
বাংলাদেশ–পাকিস্তান : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
জুন
বাংলাদেশ–শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
আগস্ট
বাংলাদেশ–ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
অক্টোবর
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
নভেম্বর
বাংলাদেশ–আয়ারল্যান্ড : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।