নরসিংদীতে কারাতে শিক্ষার্থীদের বেল্ট ও সনদপত্র প্রদান

  • নরসিংদী প্রতিনিধি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশনের বার্ষিক ফলাফল শেষে বেল্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। এসোসিয়েশনের আয়োজনে ২৮ ডিসেম্বর (শনিবার) বিকেলে শহরের পিনাকল চ্যার্টার স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহরাব হায়দার হাসিব।

প্রতিযোগিতায় ১২০ জনেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহন করে ৬৩জন শিক্ষার্থী বিজয়ী হয়।

বিজ্ঞাপন

এসোসিয়েশনের সভাপতি রুপু আহমেদ এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা সমবায় কর্মকর্তা ওমর ফারুক, পিনাকল চ্যার্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম তুহিন, নরসিংদী জজকোর্টের আইনজীবী এড. মুনসুর আলী শিকদার, নরসিংদী প্রেসক্লাবের সদস্য শরীফ ইকবাল রাসেল, জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক তানজিল রহমান খান, শিলমান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ মৃধা ও এসোসিয়েশনের নিপা আহমেদসহ অন্যরা।