শরফুদ্দৌলাকে খোঁচা দিলেন অশ্বিন

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রবিচন্দ্রন অশ্বিন-শরফুদ্দৌলা সৈকত

রবিচন্দ্রন অশ্বিন-শরফুদ্দৌলা সৈকত

বিতর্ক যেনো পিছু ছাড়ছে না বাংলাদেশী আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতকে ঘিরে। এবার সেই বিতর্কে নাম লেখালেন যশস্বী জয়সওয়ালের সদ্য সাবেক সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্নিকোমিটারের অ্যাম্বাসেডর হিসাবে শরফুদ্দৌলার নাম প্রস্তাব করলেন অশ্বিন।

সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এ স্পিনার সামাজিক যোগাযোগমাধ্যমে শরফুদ্দৌলার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আলোচনার কেন্দ্রে এখন স্নিকোমিটার। ওরা এটাকে কাজে লাগাতে পারে। এই মানুষটিকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পারে স্নিকোমিটার।’ তবে এটা যে মজা করে বলেছেন সেটা পোস্টের নিচে উল্লেখ করে দিয়েছেন অশ্বিন।

বিজ্ঞাপন

এর আগে মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়ার পর থেকেই শিরোনামে শরফুদ্দৌলা। ওই ম্যাচে তৃতীয় আম্পায়ার ছিলেন তিনি। ক্যামিন্সের বলে মাঠের আম্পায়ার যশস্বীকে রান আউট না দিলে রিপ্লে দেখে শরফুদ্দৌলা আউটের সিদ্ধান্ত জানান। আর তাতেই শুরু হয় বিতর্ক।

অনেকে বলছেন শরফুদ্দৌলার সিদ্ধান্ত সঠিক ছিলো, যশস্বী আউট ছিলেন। কিন্তু স্নিকোমিটার যা দেখাচ্ছে, তা দেখে যশস্বীকে নট আউট দিতে পারতেন আম্পায়ার। সেটা না করায় ক্রিকেটারদের অনেকেই কটাক্ষ করছেন শরফুদ্দৌলাকে।

বিজ্ঞাপন

মেলবোর্নে ম্যাচের ৭১তম ওভারে বল করছিলেন প্যাট কামিন্স। তাঁর বল যশস্বীর লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল। সেই বলকে ব্যাটে টেনে নিতে ব্যাট চালালে বল উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে যেতেই অস্ট্রেলিয়া আউটের আবেদন করে। কিন্তু মাঠের ইন্ডিজ আম্পায়ার জোয়েল উইলসন আউট দেননি। রিভিউ নেয় অস্ট্রেলিয়া।

তৃতীয় আম্পায়ার যখন রিপ্লে দেখছেন, তখন স্নিকোতে কোনও বড় স্পাইক দেখা যায়নি। তার পরেও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় বিতর্ক তৈরি হয়। তৃতীয় আম্পায়ার সৈকত বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগেছে। বলের দিক পরিবর্তন হয়েছে।