বাংলাদেশকে ১৯৮ রানে আটকে রাখল ভারত

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

এই ভারতকে হারিয়েই আগেরবার যুব এশিয়া কাপ ক্রিকেটের ট্রফি জিতেছিল বাংলাদেশ। এবার শিরোপা ধরে রাখার মিশন জুনিয়র টাইগারদের। আজ ফাইনালে যদিও সেই ভারতকে পেয়ে বড় সংগ্রহ গড়া হয়নি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ১৯৮ রানে শেষ বাংলাদেশের যুবারা।

আজ রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারতীয় দল। কিন্তু বাংলাদেশ দল বড় পুঁজি পায়নি। ৪৯.১ ওভারে ১৯৮ রান তুলে অলআউট হয়ে গেছে আজিজুল হাকিম তামিমের দল।

বিজ্ঞাপন

ভারতের বোলিং আক্রমণের মুখে বড় প্রতিরোধ গড়তে পারেননি বাংলাদেশের কোন ব্যাটার। অবশ্য এক পর্যায়ে মনে হচ্ছিল আরও আগেই অলআউট হতে যাচ্ছিল বাংলাদেশ। দলের রান দুইশর কাছাকাছি যেতে পেরেছে নবম উইকেটে ফরিদ হাসান ও মারুফ মৃধার ৩১ রানের জুটিতে। ১৬৭ রানে ৮ উইকেট হারানোর পর ফরিদ ও মারুফ টেনে নেন।

মারুফ ১১ রানে অপরাজিত থাকলেও ফরিদ ফিরে যান ৪৯ বলে ৩৯ রানে। অথচ টস হেরে নেমে শুরুটা ছিল দেখার মতো। অন্তত প্রথম বলটা। প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খুলেছিলেন জাওয়াদ আবরার।

বিজ্ঞাপন

তবে অন্য ওপেনার কালাম সিদ্দিকী যুধাজিৎের বলে আউট হয়ে যান ১৬ বলে ১ রানে। জাওয়াদও আউট ২০ রান তুলে। অধিনায়ক আজিজুল হাকিম এবার বড় ইনিংস খেলতে পারলেন না। ১৬ রানে আউট ক্যাপ্টেন। তিনি ফিরতেই কোণঠাসা হতে থাকে দল। ৬৭ বলে ৪০ রান তুলে ফেরেন শিহাব জেমস। আর ৬৫ বলে ৪৭ রিজান হোসেনের ব্যাটে।

কিন্তু বড় স্কোর গড়ার জন্য যে ভাল জুটি হওয়ার দরকার ছিল সেটাই হয়নি। দুবাইয়ে মন্থর উইকেটে এবার চ্যালেঞ্জ বোলারদের। তারা ম্যাজিক দেখালেই হয়তো হারানো যাবে ভারতকে।