জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
বিশ্বকাপ জয়ের মিশন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের। ট্রফি জিততে চাই-আগের দিনই হুংকার দিয়েছিলেন অধিনায়ক সুমাইয়া আক্তার। আজ মাঠে নেমে তারই ঝলক দেখাল বাংলাদেশের মেয়েরা। নেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ মিশন শুরু হলো জুনিয়র টাইগ্রেসদের।
মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপে নেপালকে ৫২ রানে অলআউট করলেও এরপর রান তুলতে বেশ বেগ পেলো বাংলাদেশ দল। ওই রান টপকাতে ১৩.২ ওভার খেলতে হয়েছে। হারিয়েছে ৫ উইকেট!
মাত্র ৫৩ রানের লক্ষ্যেকেই কঠিন করে তুলেছিল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে চার মেরে রানের খাতা খোলা সুমাইয়া আক্তার ফেরেন তার পরের বলেই। আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়াও টিকতে পারেননি। তিনিও ফেরেন মাত্র ১ রান করেই। রান আউটের অভিশাপ পিছু ছাড়েনি বাংলাদেশের মেয়েদেরও। উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস মাত্র দুই রান করেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন। ১১ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক সুমাইয়া আক্তার ও সাদিয়া ইসলাম। ৩২ রানের মাথায় ব্যাক্তিগত ১৬ রান করে আউট হন সাদিয়া। অধিনায়ক সুমাইয়া করেন ১২ রান। এরপর আফিয়া আসিমা ইরা ও জান্নাতুল মাওয়ার ব্যাটিংয়ে ভর করে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।
এর আগে টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৫ রান আউটে মাত্র ৫২ রান করেই অলআউট হয় নেপালি মেয়েরা। নেপালের হয়ে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন ওপেনার সানা পারভীন। ৯ জন ব্যাটারই ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশের হয়ে আনিশা আক্তার শোভা নেন ২ উইকেট।
বাংলাদেশের পরবর্তী খেলা ২০ জানুয়ারি শক্তিশালী অস্ট্রেলিয়ার সঙ্গে। সে ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে জুনিয়র টাইগ্রেসরা।